Cricket

সচিনের থেকে বিরাটকে এগিয়ে রাখলেন টমসন

কে সেরা, সচিন তেন্ডুলকর না বিরাট কোহালি, ক্রিকেটমহলে এখন চলছে এই নিয়ে চর্চা। এই আবহেই সচিনের সঙ্গে বিরাটের তুলনা নিয়ে মুখ খুললেন জেফ টমসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ১৯:২৪
Share:

সচিনের সঙ্গে কোহালি। ছবি: পিটিআই।

সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনায় এখন মজে রয়েছে ক্রিকেটমহল। চলছে অবিরাম চর্চা। আর এই আবহেই বিরাটকে এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেফ টমসন।

Advertisement

এককালের দুর্ধর্ষ ফাস্টবোলারের মতে, "আমার মনে হয় বিরাট কোহালি অনেক বেশি বহুমুখী। ও অনেক বেশি কঠিন মানসিকতার। সচিনও খুব ভাল। কিন্তু কোহালি তুলনায় বেশি টাফ। ও যেটা করতে চায়, যখন সেটা করতে চায়, ঠিকই করে ফেলে।"

আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতকেই ফেভারিট হিসেবে চিহ্নিত করছেন টমসন। ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, "ভারতের দল জমাট। জোরেবোলিং শক্তিশালী। ঠিকঠাক খেলতে পারলে ভারতের জেতা উচিত। অস্ট্রেলিয়ার উপর স্টিমরোলার না চালানোর কোনও কারণ নেই। কারণ স্টিভ স্মিভ ও ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এই দু'জনকে বাদ দিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ একেবারে সাদামাটা।"

Advertisement

আরও পড়ুন: একে তো রইলেনই, আরও জাঁকিয়ে বসলেন বিরাট​

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় টেস্টে সাফল্য পাবেন রোহিত, আশাবাদী সচিন​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন