কোহালিয়ানা

২০০ প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বিদেশের মাঠে ডাবল সেঞ্চুরি। প্রথম ভারতীয় টেস্ট ক্যাপ্টেন ওয়েস্ট ইন্ডিজে অভিষেকেই তিন অঙ্কের রান করলেন।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৪:০৭
Share:

২০০ প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বিদেশের মাঠে ডাবল সেঞ্চুরি। প্রথম ভারতীয় টেস্ট ক্যাপ্টেন ওয়েস্ট ইন্ডিজে অভিষেকেই তিন অঙ্কের রান করলেন।

Advertisement

৭৪.৬৬ বিদেশের মাঠে সাত টেস্টে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড়। ডন ব্র্যাডম্যানের (৮৫.৬৩) পরেই। মোট রানেও তাই। কোহালি ৭ টেস্টের ১২ ইনিংসে ৮৯৬ রান। ব্র্যাডম্যান ৯ টেস্টের ১৫ ইনিংসে ৯৪২ রান।

Advertisement

১৮ ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে যুগ্ম দ্বিতীয় ন্যূনতম ইনিংসে এক হাজার রান পূর্ণ। অন্য জন মহেন্দ্র সিংহ ধোনি (১৮ ইনিংস)। সবার আগে সুনীল গাওস্কর (১৪ ইনিংস)।

৫ ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বিদেশের মাঠে যুগ্ম সর্বাধিক সেঞ্চুরি। অন্য জন মহম্মদ আজহারউদ্দিন।

৭৩ যত ইনিংস নিলেন টেস্টে ৩০০০ রানে পৌঁছতে। ভারতে তাঁর চেয়ে কম ইনিংস খেলে তিন হাজারে পৌঁছেছেন সহবাগ (৫৫), আজহার (৬৪), গাওস্কর ও গম্ভীর (৬৬), দ্রাবিড় ও সচিন (৬৭), সিধু (৭০)।

ভিভ রিচার্ডস

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি দেখার আনন্দ কারও সঙ্গে ভাগ করতে চাই না।

সুনীল গাওস্কর

ওয়েস্ট ইন্ডিজে এত এনার্জিতে ভরা একজন ভারতীয়কে দেখে মনে হচ্ছিল, বিরাটকে যদি ওই সময়ে আমাদের দলে পেতাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement