ICC

দশকের সেরা ক্রিকেটারের তালিকায় বিরাট, নেই ধোনি-রোহিত

সকলকে অবাক করে এই তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বা ওপেনার রোহিত শর্মার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৮:১৭
Share:

বিরাট হুঙ্কার। —ফাইল চিত্র।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা (আইসিসি) বেছে নিতে চলেছে এই দশকের সেরা ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন মাত্র ২ ভারতীয়। একজন অবশ্যই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহালি এবং অন্যজন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সকলকে অবাক করে এই তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বা ওপেনার রোহিত শর্মার।

Advertisement

তবে ধোনি বা রোহিত যে একেবারে বাদ পড়েছেন এমন নয়। একদিনের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটারের হওয়ার জন্য যে তালিকা তৈরি হয়েছে, তাতে রয়েছেন দু’জনেই। এই তালিকাতেও জায়গা করে নিয়েছেন বিরাট। তিন ভারতীয় ছাড়াও এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও কুমার সঙ্গকারা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স।

আইসিসি-র সেরা পুরস্কার এই দশকের সেরা ক্রিকেটারের শিরোপা। তা পেতে পারেন এমন ক্রিকেটারদের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে বিরাট এবং অশ্বিন ছাড়া রয়েছেন ‘ফ্যাব ফোর’-এর বাকি তিন খেলোয়াড় অর্থাৎ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জো রুট এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তা ছাড়াও রয়েছেন ডেভিলিয়ার্স এবং সঙ্গকারাও।

Advertisement

আরও পড়ুন: স্মিথকে আউট করার উপায় জানালেন সচিন

দশকের সেরা টেস্ট ক্রিকেটারদের তালিকাতেও রয়েছেন ‘ফ্যাব ফোর’। তা ছাড়া পাকিস্তানের ইয়াসির শাহ, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এবং শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ জায়গা করে নিয়েছেন। দশকের সেরা টি২০ প্লেয়ার হওয়ার দৌড়ে রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেল, আফগানিস্তানের রশিদ খান, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং মালিঙ্গা। এই তালিকায় ভারতের দুই সেরা ব্যাটসম্যান কোহালি এবং রোহিতও রয়েছেন।

আরও পড়ুন: ভারতীয় দলের নতুন জার্সি পরে শিখর, কেমন লাগছে তাঁর?​

মেয়েদের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। একদিনের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছে তাঁর নাম। সেই তালিকায় আর এক ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলার ঝুলন গোস্বামী। দশকের সেরা টি২০ খেলোয়াড়ের তালিকায় কোনও ভারতীয় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন