চার নম্বরে বুদ্ধি করে ব্যাট করল রায়ডু, মত মুগ্ধ কোহালির

সোমবার রায়ডুর একশো রান এসেছে ৮১ বলে। মেরেছেন আটটা চার, চারটে ছয়। কখনওই ঝুঁকি নিয়ে ব্যাট করেননি। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে বিশাল রানে পৌঁছে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০৪:৩৭
Share:

আস্থা: রায়ডু পাশে পাচ্ছেন অধিনায়ক কোহালিকে। সোমবার। ছবি: এএফপি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার পাশাপাশি অম্বাতি রায়ডুকে নিয়েও খুশি বিরাট কোহালি।

Advertisement

ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারত অধিনায়ক বলে যান, ‘‘রায়ডু সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ওর পাশে থাকতে হবে আমাদের।’’ ছন্দে থাকা রায়ডুর কোন ব্যাপারটা সব চেয়ে ভাল লেগেছে? কোহালির মন্তব্য, ‘‘আমরা একটা ব্যাপারে খুব খুশি হয়েছি। চার নম্বরে নেমে কেউ এক জন বুদ্ধি করে ব্যাটটা করছে।’’

সোমবার রায়ডুর একশো রান এসেছে ৮১ বলে। মেরেছেন আটটা চার, চারটে ছয়। কখনওই ঝুঁকি নিয়ে ব্যাট করেননি। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে বিশাল রানে পৌঁছে দেন। সিরিজের চার ম্যাচে রায়ডুর রান ২১৭, গড় ৭২.৩৩। অধিনায়কের খুশি না হওয়ারও কোনও কারণ নেই।

Advertisement

পুণেতে আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরে ব্রেবোর্নে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। যা নিয়ে কোহালি বলছেন, ‘‘হ্যাঁ, আমরা এই ম্যাচে সব কিছুই ঠিকঠাক করেছি। সব বিভাগেই নিখুঁত পারফরম্যান্স হয়েছে। আমরা শুরু থেকেই ছন্দে ছিলাম। আগেও আমরা এই ভাবে ঘুরে দাঁড়িয়েছি। এ দিন সেটাই আবার দেখালাম।’’ একই সঙ্গে দলের বাঁ হাতি পেসার খলিল আহমেদের প্রশংসাও শোনা গেল কোহালির গলায়। তিনি বলেন, ‘‘খলিল ঠিক জায়গায় বলটা রেখে গেল। দারুণ বল করেছে। দু’দিকেই বল মুভ করাতে পেরেছে। লাইন, লেংথটা আদর্শ ছিল।’’ পাঁচ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নেন খলিল। ভারতীয় দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রাক্তনরাও। সচিন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র সহবাগ, টুইট করেছেন অনেকেই। সহবাগ লিখেছেন, ‘‘রোহিত, রায়ডুর ব্যাটিং দারুণ লাগল। খলিল আহমেদও খুব বুদ্ধি করে বল করেছে।’’

বিশাল রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই বড় ধাক্কা খায় ২১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে। পঞ্চাশ রানের মধ্যে অর্ধেক দল আউট। ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার বলে গেলেন, ‘‘আমরা একদমই খেলতে পারিনি। ভারতকে অনেক বেশি রান তুলতে দিয়েছি। রান তাড়া করতে নেমে কখনওই ম্যাচে ছিলাম না। ব্যাটসম্যানরা নিজেদের প্রয়োগও করতে পারেনি।’’

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুতেই ফর্মে থাকা শেই হোপ রান আউট হয়ে যান। রান আউট হন কায়রন পাওয়েলও। হোল্ডারের মন্তব্য, ‘‘কেউই চায় না তার দলের কোনও ব্যাটসম্যান রান আউট হোক। বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে। আর আমাদের দু’জন সেরা ব্যাটসম্যানই রান আউট হয়ে গেল। এর পরে ওই বিশাল রান তাড়া করা সব সময় কঠিন ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন