Cricket

পূর্ণাঙ্গ বিদেশ সফরে ক্রিকেটারদের পাশে থাকুক স্ত্রী-রা, বোর্ডকে অনুরোধ বিরাটের

বিসিসিআই-এর এক কর্তার কাছে বিরাট এই ব্যাপারে কথা বলেছেন। তাঁকে বলা হয়, এই অনুরোধ প্রশাসকদের কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে। প্রশাসকদের কমিটির সঙ্গে এই ব্যাপারে কথাও বলেন বোর্ডের সেই কর্তা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৪:৩০
Share:

ইংল্যান্ড সফরে অনুষ্কার উপস্থিতি নিয়ে হয়েছিল বিতর্ক।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়ম অনুসারে এখন বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীরা থাকতে পারবেন দুই সপ্তাহ। তার বেশি থাকা যাবে না। আর এই নিয়মেই বদল চাইছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

বিসিসিআই-এর এক কর্তার কাছে বিরাট এই ব্যাপারে প্রথম কথা বলেন। তাঁকে বলা হয়, এই অনুরোধ প্রশাসকদের কমিটি বা সিওএ-র কাছে পৌঁছে দেওয়া হবে। প্রশাসকদের কমিটির সঙ্গে এই ব্যাপারে কথাও বলেন বোর্ডের সেই কর্তা। সিওএ তখন বলে যে দলের ম্যানেজারকে এই ব্যাপারে সরকারি ভাবে অনুরোধ করতে হবে।

ভারতীয় দলের ম্যানেজার সুনীল সুব্রহ্ম্যণমকে তাই এই ব্যাপারে অনুরোধ করতে বলা হয়েছে। তবে এই ইস্যুতে খুব তাড়াতাড়ি কোনও সিদ্ধান্ত হবে না। এটা বোর্ডের নীতিগত সিদ্ধান্তের মধ্যে পড়ছে। তাই বোর্ডে নতুন পদাধিকারীরা না আসা পর্যন্ত সিওএ এই ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখছে।

Advertisement

আরও পড়ুন: ‘ব্র্যাডম্যানের টেস্টে ১০০ গড় হয়নি আমার দোষেই’

আরও পড়ুন: কুলদীপের মতো ক্রিকেটের তিন ফর্ম্যাটেই পাঁচটি করে উইকেট পেয়েছেন এঁরা

বোর্ড সূত্রে অবশ্য মেনে নেওয়া হয়েছে যে কোহালি পুরনো নিয়মকে বদলে ফেলতে চাইছেন। ভারতীয় দলের সঙ্গে ক্রিকেটারদের স্ত্রীদেরও সফরে থাকার অনুমতি চাইছেন তিনি। গত ইংল্যান্ড সফরে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল বিরাটের সঙ্গে। যা নিয়ে বিতর্ক হয়েছিল। ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে থাকেন বোর্ডের। বলা হয়, অধিনায়কের স্ত্রী ও অভিনেত্রী বলেই ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন অনুষ্কা। কিন্তু, অন্য কোনও ক্রিকেটারের স্ত্রীদের দেখা যায়নি ছবিতে। বোর্ড তখন জানায় যে সমস্ত ক্রিকেটারদেরই স্ত্রীকে নিয়ে আসতে বলা হয়েছিল অনুষ্ঠানে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement