বিরাট কোহলির পাকিস্তানি ফ্যানের এবারও মুক্তি হল না। ভাবেনইনি কোনও ক্রিকেটারের ফ্যান হলে এভাবে জেলে যেতে হবে। তাই ভারতের জয়ে নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়েছিলেন ২২ বছরের উমর দরাজ। সঙ্গে সঙ্গেই খবর যায় পুলিশে। তার পরই গ্রেফতার করা হয় তাঁকে। তখনই দরাজ জানিয়েছিলেন, তিনি বুঝতে পারেননি। তিনি বিরাট কোহলির ফ্যান। আনন্দেই করে ফেলেছেন এমন কাজ। তার জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু তাতেও কাজ হল না। বৃহস্পতিবারই আবার আদালতে তোলা হয় কোহলির ফ্যানকে। ২৫ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাঁকে।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওকারা গ্রামে ছোট্ট দোকান চালায় উমর। তাঁর পক্ষের আইনজীবী জানিয়েছেন, ও না জেনেই ভুল করে ফেলেছে। সেই সময় ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছিল। তিনি বলেন, ‘‘এটা কোনও অপরাধ হতে পারে না কেউ কোনও খেলাকে সমর্থন করে সেই দেশের পতাকা তুলছে। ফুটবল বিশ্বকাপের সময় সারা দেশে ব্রাজিল, আর্জেন্তিনাসহ বিভিন্ন দেশের পতাকা ওড়ানো হয়। তখন কোনও সমস্যা হয় না। কারণ পুরোটাই খেলাকে ভালবেসে।’’ দরাজ আগেই বলেছিলেন, ‘‘আমি কোহলির খুব ভক্ত। আমি ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করি শুধুমাত্র কোহলির জন্য। আমি ভারতীয় পতাকা তুলেছিলাম বাড়ির ছাদে শুধু বিরাটের জন্য।’’ তাঁর বাড়িতে রয়েছে বিরাট কোহলির পোস্টার। সব দেখেও বোঝেনি আদালত। জেলেই থাকতে হচ্ছে কোহলির ফ্যানকে। এই অপরাধে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে উমরের।
আরও খবর
টি২০ বিশ্বকাপের আগে কলকাতায় খেলবে ভারত