বুমরার ছয় দেখে বিরাটের হাততালি। ছবি বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।
তিনি ভারত অধিনায়ক বিরাট কোহালি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর রান দশ হাজারেরও বেশি। সেই বিরাট কোহালিকেই রবিবার দেখা গেল শিশুসুলভ ভঙ্গিমায় আনন্দে ভাসতে। তাও আবার একটি ছয় হওয়া দেখে!
রবিবার মোহালিতে একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই একটি ছয় মারেন যশপ্রীত বুমরা। সেই ছয় দেখেই এ রকম আনন্দে ভাসতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। আর এই ছয়টিই হল আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার প্রথম ওভার বাউন্ডারি।
অধিয়ানকের আনন্দে ভাসাটাই তো স্বাভাবিক। দলের বোলার যখন অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে লম্বা ওভার বাউন্ডারি মেরে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তখন সেই দৃশ্য দেখে সব অধিনায়কই নিশ্চিন্ত বোধ করবেন।
ভারত অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কুইজ
বুমরার ছয় দেখে কোহালির আনন্দে ভাসার দৃশ্য রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। তার পর থেকেই ভাইরাল সেটি। প্রচুর লাইকের পাশাপাশি এই অভিব্যক্তির জন্য কোহালির প্রশংসা শোনা গিয়েছে নেটিজেনদের কমেন্টে।
আরও পড়ুন: দুরন্ত টার্নারের শক্তির কাছে হেরে গেল ভারত