Kane Williamson

টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহালিকে টপকে যাওয়ার দিকে উইলিয়ামসন

টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহালির পয়েন্ট এখন ৯২২। ডাবল সেঞ্চুরির সুবাদে উইলিয়ামসনের পয়েন্ট এখন ৯১৫। মানে, কোহালির থেকে সাত পয়েন্ট পিছনে তিনি। চলতি সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে আরও দুটো টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৬:৫১
Share:

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে উইলিয়ামসন কি টপকে যাবেন কোহালিকে?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন এক নম্বর ব্যাটসম্যান হলেন বিরাট কোহালি। কিন্তু তাঁর সেই আসন সুরক্ষিত দেখাচ্ছে না। কারণ, হ্যামিলটনে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ২০০ রানের ইনিংসের সুবাদে কোহালির কাছাকাছি পৌঁছে গিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

Advertisement

টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহালির পয়েন্ট এখন ৯২২। ডাবল সেঞ্চুরির সুবাদে উইলিয়ামসনের পয়েন্ট এখন ৯১৫। মানে, কোহালির থেকে সাত পয়েন্ট পিছনে তিনি। চলতি সিরিজে যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে আরও দুটো টেস্ট খেলবে নিউজিল্যান্ড, তাই উইলিয়ামসনের পয়েন্ট বাড়ারই কথা।

ডাবল সেঞ্চুরির ফলে ৮৯৭ পয়েন্টে থাকা কেন উইলিয়ামসন পেয়েছেন ১৮ পয়েন্ট। ফের বড় রান করলে কোহালিকে টপকে যাওয়ার কথাই তাঁর। ভারত অধিনায়কের সমস্যা হল, তিনি আপাতত কোনও টেস্ট পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর শুরু হবে আইপিএল। তারপর রয়েছে বিশ্বকাপ। ফলে পয়েন্ট বাড়িয়ে রাখার সুযোগ তাঁর নেই।

Advertisement

খেলা নিয়ে কুইজ

আরও পড়ুন: পারলে বিশ্বকাপ সরিয়ে নাও! কর ছাড় নিয়ে আইসিসিকে হুমকি বোর্ডের​

আরও পড়ুন: বিশ্বকাপের পরই অবসর, তবে টি-টোয়েন্টি খেলবেন ইমরান তাহির​

উইলিয়ামসন অবশ্য আগেও একবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান হয়েছিলেন। ২০১৫ সালে অবশ্য তিনি বেশিদিন থাকেননি শীর্ষে। কিউই ক্রিকেটারদের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড অবশ্য এখনই করে ফেলেছেন তিনি। কিংবদন্তি পেসার রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০ পয়েন্টের গণ্ডি টপকেছিলেন। তাঁর পয়েন্ট ছিল ৯০৯। যা এর মধ্যেই টপকে গিয়েছেন উইলিয়ামসন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন