২২ বছর পর কোহলিদের ঐতিহাসিক সিরিজ জয়

বাইশ বছরের প্রতীক্ষা শেষ! ১৯৯৩ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করল ভারত। শতরান করেও সিরিজ বাঁচাতে পারলেন না লঙ্কা-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউজ। মঙ্গলবার তাঁর ব্যাট থেকে বেরোল বহুমূল্য শতরান। তবে শেষমেশ বিরাট কোহলি ও তাঁর সতীর্থদের মুখেই চওড়া হাসি ফুটল। প্রথম টেস্টে খোয়ানোর পর শ্রীলঙ্কাকে ১১৭ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৯
Share:

জয়ের হুঙ্কার। মঙ্গলবার রয়টার্সের তোলা ছবি।

বাইশ বছরের প্রতীক্ষা শেষ! ১৯৯৩ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করল ভারত। শতরান করেও সিরিজ বাঁচাতে পারলেন না লঙ্কা-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউজ। মঙ্গলবার তাঁর ব্যাট থেকে বেরোল বহুমূল্য শতরান। তবে শেষমেশ বিরাট কোহলি ও তাঁর সতীর্থদের মুখেই চওড়া হাসি ফুটল। প্রথম টেস্টে খোয়ানোর পর শ্রীলঙ্কাকে ১১৭ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতল ভারত।

Advertisement

চতুর্থ দিনের শেষে লঙ্কাবাহিনীর তিন উইকেট তুলে নিয়ে ভারতকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন ইশান্ত-উমেশ জুটি। কিন্তু, শেষ দিনে কুশল পেরেরাকে সঙ্গী করে ১৩৫ রানের পার্টনারশিপ করে শ্রীলঙ্কার পাল্লা ভারী করেন অধিনায়ক ম্যাথেউজ। এক সময় তো মনে হচ্ছিল, ম্যাচ বাঁচিয়ে দেবে এই জুটিই। তবে সে সময়ই আকস্মিক ছন্দপতন! অতিরিক্ত আত্মবিশ্বাসে রবিচন্দ্রন অশ্বিনকে রিভার্স সুইপ করতে গিয়ে পেরেরা নিজের উইকেট উপহার দেন। টি ব্রেক-এ অবশ্য অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ম্যাথেউজ। কিন্তু, চায়ের পর তাঁকে তুলে নেন ইশান্ত। ২৪০ বলের ধৈর্যশীল ইনিংস শেষ হয় ১১০ রানে। আর, সেই সঙ্গেই লঙ্কা-দুর্গ ধসে পড়ল! বাকি তিনটি উইকেট তুলতে আর মাত্র চার ওভার নেন অশ্বিন-অমিতরা।

টেস্ট দলের দায়িত্ব সামলানোর পর মাত্র তিন মাসের মধ্যেই বিদেশের মাটিতে সিরিজ জিতে বিরল কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। শ্রীলঙ্কার মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট জয়ের রেকর্ড কিন্তু তাঁর পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনিরও নেই।

Advertisement

প্রথম ইনিংসে শতরান করা চেত্বেশ্বর পূজারাই ম্যাচের সেরা নির্বাচিত হন। সিরিজ-সেরা হলেন অশ্বিন।

তবে এ দিনের ঐতিহাসিক সিরিজ জয়ের উৎসব যেন খানিকটা ম্লান হয়ে গেল ইশান্ত শর্মার সাসপেনশনের খবরে। গত কাল ধামিকা প্রসাদ, লাহিরু থিরিমান্নে ও দীনেশ চণ্ডীমলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ইশান্ত। ইশান্ত ও চণ্ডীমলকে এক টেস্টের জন্য সাসপেন্ড করেছে আইসিসি। অন্য দিকে, ধামিকা প্রসাদ ও লাহিরু থিরিমান্নের ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ জরিমানা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement