সেঞ্চুরির পর রেকর্ডের খাতাতেও নাম জুড়ল কোহালির। ছবি: রয়টার্স।
আবারও সেঞ্চুরি। তিনি বিরাট কোহালি। ব্যাট হাতে নামলেই বাজিমাত। চতুর্থ ওয়ান ডে-তে ৯৬ বলে করেছিলেন ১৩১ রান। আর পঞ্চম ম্যাচে আবারও তাঁর ব্যাট থেকে এল ম্যাচ উইনিং সেঞ্চুরি। এই নিয়ে ৩০তম সেঞ্চুরিটি করে ফেললেন ভারত অধিনায়ক।
এ দিন প্রথমে ব্যাট করে ২৩৮ রানই তুলেছিল শ্রীলঙ্কা। কিন্তু জবাবে ব্যাট করতে এসে দুই ওপেনার শুরুতেই ফিরে যান প্যাভেলিয়নে। রোহিত শর্মা ১৬ ও অজিঙ্ক রাহানে ৫ রান করে ফেরেন। এর পরই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরতে নেমে পরেন বিরাট কোহালি। তাঁর বিরাট ব্যাটই যে তখন একমাত্র ভরসা। সঙ্গে প্রথমে মণীশ পাণ্ড্য ও পরে কেদার যাদব। দারুণ ভাবে সাহায্য করে যান। হাফ সেঞ্চুরি করেন কেদার যাদব। ১০০ রান করতে বিরাট কোহালি নেন ১০৭ বল। যাতে ছিল ৮টি বাউন্ডারি। বড় শট না খেলেও যে দ্রুত রান তোলা যায় সেটা হয়ত প্রতিদিন শেখাচ্ছেন তিনিই। তাঁর ব্যাটেই ওয়ান ডে সিরিজও হোয়াট ওয়াশ করতে সক্ষম হল ভারত।
আরও পড়ুন
ওয়ান ডে স্টাম্পিংয়ে বিশ্বের প্রথম সেঞ্চুরিয়ান ধোনি
ইউএস ওপেনের প্রি কোয়ার্টারে ফেডেরার, নাদাল
এ দিনের সেঞ্চুরির পর রেকর্ডের খাতাতেও নাম জুড়ল কোহালির। প্রাক্তন অজি ক্রিকেটার রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথ ভাবে ৩০টি সেঞ্চুরির মালিক হলেন তিনি। ওয়ান ডে-তে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় কোহালির আগে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৪৬৩ ম্যাচে সচিনের সেঞ্চুরির সংখ্যা ৪৯।
(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় ‘হাফ সেঞ্চুরি করেন কেদার যাদব’এর বদলে ভুলবশত ‘হাফ সেঞ্চুরি করেন কুলদীপ যাদব’ লেখা হয়েছিল। পাঠকদের ধন্যবাদ এই গুরুতর ভুল ধরিয়ে দেওয়ার জন্য। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।)