কোহালিকে স্মিথদের অধিনায়ক করল অস্ট্রেলিয়া

চব্বিশ ঘণ্টা আগে স্টিভ স্মিথ ফাঁস করেছিলেন ভারত সফরে তাঁর মন্ত্র। সহজ বাংলায়— বিরাট কোহালিকে রাগিয়ে দাও, দিয়ে সিরিজ জেতো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ০৩:১০
Share:

চব্বিশ ঘণ্টা আগে স্টিভ স্মিথ ফাঁস করেছিলেন ভারত সফরে তাঁর মন্ত্র। সহজ বাংলায়— বিরাট কোহালিকে রাগিয়ে দাও, দিয়ে সিরিজ জেতো।

Advertisement

তার চব্বিশ ঘণ্টা পরে যা হল, তাতে স্টিভ স্মিথের নিজেরই রাগ হলে কিছু বলার থাকবে না!

ক্রিকেট অস্ট্রেলিয়া বর্ষসেরা ওয়ান ডে টিম করল, আর তাতে কি না অধিনায়ক করল সেই কোহালিকেই!

Advertisement

দিনকয়েক আগে তাদের বর্ষসেরা টেস্ট টিমে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্যাপ্টেন করেছিল বিরাটকে। চলতি বছরে তাঁর টেস্ট ফর্মের বিচারে যা খুব স্বাভাবিক। কিন্তু ২০১৬-এ মাত্র দশটা ওয়ান ডে খেলেছেন বিরাট। আর তাতেই তাঁর পারফরম্যান্সে এতটা মুগ্ধ অস্ট্রেলীয় বোর্ড যে, তাঁকে একেবারে অধিনায়ক করে দিয়েছে। স্টিভ স্মিথ এগারোয় আছেন, তবুও। ওয়ান ডে-তে বিরাট নিজের দেশের অধিনায়ক নন, তবুও।

নিজেদের ওয়েবসাইটে এই টিম প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাখ্যা দিয়েছে, ‘‘বিরাট এ বছর মাত্র দশটা ওয়ান ডে খেললেও এই ফর্ম্যাটে ও যে অন্যতম সেরা, তার প্রমাণ দিয়ে দিয়েছে। দশটার মধ্যে আটটা ইনিংসে ৪৫ বা তার বেশি করেছে। জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঠোপিঠি সেঞ্চুরি করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৮৯ সফল ভাবে তাড়া করতে গিয়ে ১৫৪ রানের অসাধারণ অপরাজিত ইনিংস খেলেছে। যা ওর টিমের স্কোরের অর্ধেকেরও বেশি। ভারতের হয়ে সফল রান তাড়া করতে নেমে ৫৯ ম্যাচে ওর গড় অবিশ্বাস্য— ৯০.১০। এর মধ্যে কুড়ি বার বিরাট নিজেই উইনিং শট নিয়েছে।’’

স্মিথের স্তুতিও রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে, কিন্তু তাতে কি ব্যাগি গ্রিন অধিনায়কের রাগ কমবে? তার উপর আবার তাঁর ভারত সফরের মন্ত্র নিয়ে তাচ্ছিল্য করেছেন তাঁরই দেশের এক প্রাক্তন। ডিন জোন্স তো টুইটারে বলে দিয়েছেন, ‘‘বিশ্বাস করুন, স্মিথ চাইবে না বিরাটকে রাগাতে!’’

সব দেখেশুনে রাগ দূরের কথা, বড়দিনের ছুটির মেজাজটা আরও ভাল হয়ে যাওয়ার কথা কোহালির। অস্ট্রেলিয়ার ভারত সফরের এখনও মাসদুয়েক দেরি। কিন্তু এখন থেকেই যে বিপক্ষ ওয়ান ডাউন হয়ে থাকল!

দেখুন: ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ান ডে টিম

• ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা

বিরাট এ বছর মাত্র দশটা ওয়ান ডে খেললেও এই ফর্ম্যাটে ও যে অন্যতম সেরা, তার প্রমাণ দিয়ে দিয়েছে। দশটার মধ্যে আটটা ইনিংসে ৪৫ বা তার বেশি করেছে। ভারতের হয়ে সফল রান তাড়া করতে নেমে ৫৯ ম্যাচে ওর গড় অবিশ্বাস্য— ৯০.১০। এর মধ্যে কুড়ি বার বিরাট নিজেই উইনিং শট নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন