বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন তিনি। অথচ ইংল্যান্ড সফরের প্রস্তুতি নেওয়ার জন্য ন্যূনতম মূল্যে সারের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি।
দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে দ্রুত মানাতে না পারায় অল্পের জন্য টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। তাই ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য ভারতীয় অধিনায়কের। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট না খেলেই জেমস অ্যান্ডারসনদের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করতে মরিয়া তিনি। এমনকী আয়ারল্যান্ডের বিরুদ্ধেও দু’টি টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে না কোহালিকে। সারের হয়ে তিনটি ওয়ান ডে ও তিনটি চার দিনের ম্যাচ খেলবেন। কোহালির এই পদক্ষেপে ভারতীয় বোর্ডের পাশাপাশি লাভবান হতে পারে সারেও। শুক্রবার ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, ‘‘যদি আপনারা ভাবেন সারেকে অনেক বেশি মূল্যে বিরাটকে কিনতে হবে, তা হলে ভুল করবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৈরি হওয়ার জন্যই বিরাট কাউন্টি খেলতে চেয়েছে। তাই বাকি ক্রিকেটারদের মতো কোহালিও সমান মূল্য পাবে। এ ক্ষেত্রে ভারতীয় বোর্ডের পাশাপাশি সারেও সমান ভাবে লাভবান হল।’’
সারের লাভ কী? প্রথমত কাউন্টিতে কোহালির ব্যাটিং দেখতে মাঠে বাড়তি দর্শক আসবে। কোহালির মানের একজন ব্যাটসম্যানকে পেয়ে অন্য দলগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে সারে। কিন্তু ভারতীয় অধিনায়কের ছবি সত্ত্ব ব্যবহার করতে দেওয়া হবে না সারে কর্তৃপক্ষকে। এ বিষয়ে ভারতীয় বোর্ডের কর্তার প্রতিক্রিয়া, ‘‘ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার উদ্দেশেই কোহালি কাউন্টি খেলছে। ও রান করলে সারেও লাভবান হবে।’’