Virat Kohli

বুমরাদের সঙ্গে জিমে ঘাম ঝরালেন কোহালি, হল ফোটোসেশনও

জশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেলের সঙ্গে ‘সার্কিট ট্রেনিং’ করেন কোহালি। তারপর সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৫:০৬
Share:

ফোটোসেশনে কোহালি। সোমবার অ্যাডিলেডে। ছবি টুইটারের সৌজন্যে।

ছবি তুললেন, জিমে ঘাম ঝরালেন। নেট সেশন তো ছিলই। প্রথম টেস্টের আগে সোমবার অ্যাডিলেডে এ ভাবেই দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহালিকে।

Advertisement

জিমে অবশ্য কোহালি একা যাননি। জশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেলের সঙ্গে ‘সার্কিট ট্রেনিং’ করলেন তিনি। তারপর সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্রত্যেকেই জিভ বের করা হাঁফাচ্ছেন। নীচে কোহালি লিখেছেন, “সবাই গ্রুপে সার্কিট ট্রেনিং করলে এমনই অবস্থা হয়!” যাতে পরিষ্কার, জিমে প্রচুর খাটাখাটনি করেছেন বুমরারা।

এদিন অ্যাডিলেডে কোহালির ফটোসেশনও হয়। যাতে ভারতীয় দলের জার্সিতে তাঁর বেশ কিছু ছবি তোলেন অজি ফোটোগ্রাফাররা। সেই ছবি আবার পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সঙ্গে সঙ্গে তা ‘ভাইরাল’ হয়ে ওঠে।

Advertisement

আরও পড়ুন: কোহালির বিরুদ্ধে দুরন্ত রেকর্ড, অ্যাডিলেডে লায়ন ঘাতক হয়ে উঠবেন না তো​

আরও পড়ুন: মেয়ের কাছে নাচ শিখছেন ধোনি! ভাইরাল ভিডিয়ো

বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। এখনও পর্যন্ত এই বছরে তিন ফরম্যাট মিলিয়ে ২৪৭৬ রান করেছেন কোহালি। কোনও ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে কুমার সঙ্গাকারার। ২০১৪ সালে তিনি ২৮৬৮ রান করেছিলেন। সেই রেকর্ড টপকে যেতে সিরিজের প্রথম তিন টেস্টে ৩৯৩ রান করতে হবে কোহালিকে। যে ফর্মে রয়েছেন, কোহালির পক্ষে নতুন রেকর্ড গড়া অসম্ভব নয় একেবারেই।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন