Virat Kohli

কোল্ড ড্রিঙ্ক এবং ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে আর দেখা যাবে না বিরাটকে

বিরাটের তরফে জানানো হযেছে, যে প্রোডাক্টগুলি তিনি নিজে ব্যবহার করেন না এবং যে গুলি পরোক্ষভাবে বর্ণ বৈষম্যকে তুলে ধরে সেগুলির বিজ্ঞাপন আর তিনি করবেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩৫
Share:

বিরাট কোহালি। ছবি: এএফপি।

ক্রিকেটার হিসেবে বিরাট কোহালি ইতিমধ্যে সম্ভ্রম আদায় করে নিয়েছেন ক্রিকেট সার্কিটে। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র বিরাট। ফলে এই মুহূর্তে বিরাটের ব্র্যান্ডভ্যালুও আকাশছোঁয়া। বিজ্ঞাপনী প্রচারের নিরিখে বিভিন্ন বহুজাতিক সংস্থারও প্রথম পছন্দ বিরাটই। বিরাট নিজেও বিভিন্ন সংস্থার হয়ে কাজ করেছেন। তবে, এ বার বেশ কিছু সংস্থার হয়ে বিজ্ঞাপনী প্রচারে কাজ না করার সিদ্ধান্ত নিলেন বিরাট।

Advertisement

আরও পড়ুন: বলটা এই ভাবে করো, শাদাবকে শেখালেন তাহির

আরও পড়ুন: ধর্ষণের দায়ে ১৮ বছরের জেল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটারের

Advertisement

বিরাটের তরফে জানানো হযেছে, যে প্রোডাক্টগুলি তিনি নিজে ব্যবহার করেন না এবং যে গুলি পরোক্ষভাবে বর্ণ বৈষম্যকে তুলে ধরে সেগুলির বিজ্ঞাপন আর তিনি করবেন না।

যার ফলস্বরূপ বহুজাতিক এক নরম পানীয় সংস্থার হয়ে বিজ্ঞাপন করবেন বলে জানিয়েছেন কোহালি। বহুজাতিক সংস্থাটির সঙ্গে ২০১১ থেকে চুক্তিবদ্ধ ছিলেন কোহালি। চলতি বছরের এপ্রিলে সংস্থাটির সঙ্গে চুক্তি শেষ হয়েছে ভারত অধিনায়কের। এর পর আর সংস্থাটির সঙ্গ চুক্তি বাড়াননি কোহালি। শুধু নরম পানীয়ের বিজ্ঞাপনই নয়, কোনও ফেয়ারনেস ক্রিমেরও আর বিজ্ঞাপন করতে দেখা যাবে না কোহালিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement