Sports News

‘বস’এর সঙ্গে অনুশীলনে বিরাট

নোভাক জকোভিচের থেকেও ফিট বিরাটের এই ফিটনেসের পিছনে রয়েছেন যিনি তাঁর সঙ্গে সম্প্রতি দু’বছরের চুক্তি করেছে বিসিসিআই। ২০১৯ আইসিসি বিশ্ব কাপ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর সঙ্গে। তাঁর দেখানো পথেই এই ফিটনেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ২০:৫৩
Share:

অনুশীলনে বিরাট কোহালি। ছবি: এপি।

কে এই বস? যাঁর সঙ্গে অনুশীলন করে আপ্লুত স্বয়ং বিরাট কোহালি। যা ছবি দিয়ে, টুইট করে বসলেন ভারত অধিনায়ক। বিরাট কোহালি মানে শুধু অধিনায়ক বা ব্যাটসম্যান নয় তিনি ধারাবাহিক ফিটনেসের উদাহরণ। সেই সুপার ফিট ভারত অধিনায়কের এই ফিটনেসের পিছনে যিনি রয়েছেন তিনি ট্রেনার শঙ্কর বসু। জিমে তাঁর সঙ্গে ট্রেনিংয়ের পর টুইটারে ছবি পোস্ট করে বিরাট কোহালি লিখলেন, ‘‘বসের সঙ্গে ওয়ার্ক আউট’’।

Advertisement

আরও খবর: দ্বিতীয় টেস্টে ফিরছেন লোকেশ

নোভাক জকোভিচের থেকেও ফিট বিরাটের এই ফিটনেসের পিছনে রয়েছেন যিনি তাঁর সঙ্গে সম্প্রতি দু’বছরের চুক্তি করেছে বিসিসিআই। ২০১৯ আইসিসি বিশ্ব কাপ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর সঙ্গে। তাঁর দেখানো পথেই এই ফিটনেস। তিনিই বলেছিলেন, ‘‘তুমি যা খাবে তুমি তাই।’’কিছুদিন আগেই দিল্লিতে এক অনুষ্ঠানে বিরাট বলেছিলেন, বাড়ির তৈরি খাওয়ারই খাওয়া উচিত।

Advertisement

আরও খবর অনেক বড় নামও করেনি লঙ্কাজয় তোপ শাস্ত্রীর ! 🏋️

আরও খবর অনেক বড় নামও করেনি লঙ্কাজয় তোপ শাস্ত্রীর ! 🏋️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement