সুনীলদের সাফল্যে মুগ্ধ বিরাট থেকে সচিন

সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহালি, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর থেকে ভাইচুং ভুটিয়া— প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনেকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০৫:০৩
Share:

শততম ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোল এবং কেনিয়ার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের এক দিন পরে মঙ্গলবারও উত্তাল দেশ। ভারতীয় দল ও অধিনায়কের উদ্দেশে শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহালি, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর থেকে ভাইচুং ভুটিয়া— প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনেকেই। তালিকায় রয়েছেন আরও দুই ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ও ভিভিএস লক্ষ্মণও। সচিন টুইট করেছেন, ‘‘শততম ম্যাচে দুটো গোল! আসাধারণ সাফল্য সুনীল।’’ সচিন শুভেচ্ছা জানানোর আগেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের মন্তব্য, ‘‘গত দু’টো বছরই ভারতীয় ফুটবলের অসাধারণ গিয়েছে। কেনিয়ার বিরুদ্ধে তিন গোলে জয়টাই বুঝিয়ে দিল ওরা সত্যিই কত খাটছে। দুর্দান্ত খেলেছ চ্যাম্প সুনীল ছেত্রী।’’

উল্লসিত ভাইচুং ভুটিয়ার টুইট, ‘‘দুর্দান্ত খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্স।’’ ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধনের প্রতিক্রিয়া, ‘‘সামনে থেকে নেতৃত্ব দিয়ে দু’গোল করার জন্য অভিনন্দন সুনীল ছেত্রীকে।’’ স্টিভন কনস্ট্যান্টাইন অবশ্য শুধু সুনীলকে নিয়ে আলাদা করে মন্তব্য করতে চাননি। অধিনায়ককে নিয়ে সংযত জাতীয় কোচ বলেন, ‘‘সুনীল ভারতীয় ফুটবলের একজন সফল খেলোয়াড়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement