অ্যারন ফিঞ্চকে পিছনে ফেলে একে বিরাট

অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল ভারতীয় দল। এবার টি২০ প্লেয়ার্স র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নিলেন বিরাট কোহলি। অ্যারন ফিঞ্চকে পিছনে ফেলে এই সিরিজেই বাজিমাত বিরাটের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৩
Share:

অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল ভারতীয় দল। এবার টি২০ প্লেয়ার্স র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নিলেন বিরাট কোহলি। অ্যারন ফিঞ্চকে পিছনে ফেলে এই সিরিজেই বাজিমাত বিরাটের। সিরিজের সেরাও হয়েছেন তিনি। তিন ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি। তাঁর মোট রান ১৯৯। প্রথম ম্যাচে অপরাজিত ৯০ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও অপরাজিত ৫৯। শেষ ম্যাচে ৫০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ৪৭ রেটিং পয়েন্ট বেশি নিয়ে ফিঞ্চকে টপকে গেলেন তিনি। একদিনের র‌্যাঙ্কিংয়েও দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। টি২০তে এই মুহূর্তে তাঁর রেটিং পয়েন্ট ৮৯২।

Advertisement

ভারতের সুরেশ রায়না তিনধাপ উঠে ১৩ নম্বরে ও চারধাপ উঠে রোহিত শর্মা ১৬ নম্বরে। বোলিংয়ে নির্বাসিত হওয়া স্বত্ত্বেও টি২০তে একনম্বর স্থান ধরে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। বোলিং অ্যাকশনের জন্য নির্বাসিত হয়েছেন তিনি।

আরও খবর

Advertisement

রোহিত শর্মার বড় ভক্ত বিরাট কোহলি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন