ডিডিসিএ তরজায় জেটলির হয়ে ব্যাট ধরলেন বীরু-গতি

ডিডিসিএ দুর্নীতি প্রসঙ্গে এবার জেটলির পাশে বীরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীর। দু’জনেই টুইট করে প্রাক্তন ডিডিসিএ সভাপতিকে ক্লিন সার্টিফিকেট দিলেন। যে সময় এই দুই দিল্লির তারকা

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৮
Share:

ডিডিসিএ দুর্নীতি প্রসঙ্গে এবার জেটলির পাশে বীরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীর। দু’জনেই টুইট করে প্রাক্তন ডিডিসিএ সভাপতিকে ক্লিন সার্টিফিকেট দিলেন। যে সময় এই দুই দিল্লির তারকা ক্রিকেটার চুটিয়ে দেশের হয়ে খেলছিলেন তখন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অরুণ জেটলি। খুব কাছ থেকেই তাঁকে দেখেছেন সহবাগ ও গম্ভীর। বীরু টুইটে লেখেন, ‘‘আমার সময় ডিডিসিএ তে যদি অন্যায়ভাবে কোনও প্লেয়ার নির্বাচন হত তাহলে আমি অবশ্যই জানাতাম। আর আমার বিশ্বাস অরুণ জেটলি সঙ্গে সঙ্গেই বিষয়টি দেখে সঠিক সিদ্ধান্ত নিতেন।’’ অরুণ জেটলির বিরুদ্ধে আপ সরকারের তোপের জবাবে এভাবেই পাশে দাঁড়িয়েছেন তিনি।

Advertisement

আরও খবর পড়ুন: জেটলির বিরুদ্ধে আপের পাশে বেদী

কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে অরুণ জেটলির বিরুদ্ধে তোপ দেগেছিল আপ সরকার। অভিযোগ ছিল তাঁর সময়ে প্রচুর দুর্নীতি হয়েছে ডিডিসিএতে। কিন্তু এই সবকে নস্যাৎ করে বীরু বলেন, ‘‘ডিডিসিএ-র কোনও কর্তার সঙ্গে কথা বলাটা ছিল আতঙ্ক। কিন্তু জেটলি প্লেয়ারদের জন্য সব সময় তৈরি থাকতেন।’’ সহবাগের সুরে সুর মিলিয়ে গৌতম গম্ভীরও পাশে দাঁড়ালেন জেটলির। গম্ভীর টুইট করেন, ‘‘জেটলির বিরুদ্ধে ডিডিসিএ-তে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেটা পুরো ভুল। তাঁর সময়েই দিল্লি একটা আন্তর্জাতিক স্টেডিয়াম পেয়েছে।’’ আরও বড় প্রশ্ন তুলেছেন তিনি, ‘‘যেসব প্রাক্তন প্লেয়াররা অরুণ জেটলিকে দোষী বলছেন তাঁরাই জেটলির সময় ডিডিসিএতে বড় বড পদ উপভোগ করেছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন