West Indies Cricket

ভিভ রিচার্ডস, অ্যামব্রোজ, ওয়ালশদের প্রাক্তন সতীর্থ মারা গেলেন পথ দুর্ঘটনায়

হাসিখুশি হিসেবে পরিচিত মোসলের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া ক্যারিবিয়ান ক্রিকেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০১
Share:

দাপুটে পেসার হিসেবে পরিচিত ছিলেন মোসলে। ছবি টুইটার

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার এজরা মোসলে। শনিবার নিজের দেশ বার্বাডোজে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৩ বছর। হাসিখুশি হিসেবে পরিচিত মোসলের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া ক্যারিবিয়ান ক্রিকেটে।

Advertisement

১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছিলেন মোসলে। ১৯৯০ এবং ’৯১-য়ে মোট ৯টি একদিনের ম্যাচ খেলেন দেশের হয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্ট দলে মোসলের অধিনায়ক ছিলেন স্যর ভিভ রিচার্ডস। পাশাপাশি কার্টলে অ্যামব্রোজ, জেফ দুঁজো, কোর্টনি ওয়ালশদের মতো আগুনে পেসাররাও দলে ছিলেন।

এ ছাড়াও, ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামারগনের হয়ে দীর্ঘদিন চুটিয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও তাঁকে দেখা গিয়েছে। সবমিলিয়ে, ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭৯ উইকেট নিয়েছিলেন এই পেসার।

Advertisement

ক্রিকেট ছাড়ার পর যুক্ত ছিলেন কোচিংয়ের সঙ্গেই। ২০১৬-য়ে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল যে বার ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল, সেই দলের সহকারি কোচ ছিলেন মোসলে। এখন তিনি কাজ করেছিলেন বার্বাডোজের মহিলা দলের কোচ হিসেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন