VVS Laxman

বিদেশে টস চান না লক্ষ্মণ

লক্ষ্মণের পাশাপাশি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন আবার জোর দিচ্ছেন পিচের মান উন্নত করার উপরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০৪:৫৬
Share:

ভিভিএস লক্ষ্মণ। ফাইল চিত্র।

পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের অস্তিত্ব বাঁচানো নিয়ে এ বার মুখ খুললেন বিশ্বের দুই প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ভিভিএস লক্ষ্মণ এবং নাসের হুসেন।

Advertisement

চার দিনের টেস্ট আয়োজন নিয়ে আইসিসি-র প্রস্তাবের সমালোচনা করে লক্ষ্মণ বলছেন, ‍‘‍‘চার দিনের টেস্ট ম্যাচ চালু হলে অনেক ক্ষেত্রে ফলাফল হবে না। তাই আমি চার দিনের টেস্টের সমর্থক নই। টেস্ট ম্যাচ পাঁচ দিন হওয়াই বাঞ্ছনীয়। এতে ম্যাচে জয়-পরাজয় নিষ্পত্তি হয় বেশির ভাগ ক্ষেত্রে।’’ পাশাপাশি, টেস্ট ম্যাচে টসের পদ্ধতি সংষ্কার করার দাবি জানিয়ে লক্ষ্মণ বলছেন, ‍‘‍‘টেস্ট ক্রিকেটের উত্তেজনা জিইয়ে রাখতে টসের সংষ্কার দরকার। বিশেষ করে, বিদেশে সফরকারী দলের অধিনায়কের উপরেই ছেড়ে দেওয়া উচিত তিনি কী সিদ্ধান্ত নিতে চান সংশ্লিষ্ট বিষয়ে।’’ লক্ষ্মণের পাশাপাশি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন আবার জোর দিচ্ছেন পিচের মান উন্নত করার উপরে। তাঁর কথায়, ‍‘‍‘টেস্ট ক্রিকেটের মান ধরে রাখতে গেলে পিচ খুব গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন: ধোনিই সেরা ফিনিশার, বলছেন হাসি

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন