সানিয়া-সঞ্জয় ঠোকাঠুকি

সানিয়া মির্জা মানেই যেন ইদানীং ট্রফির পাশাপাশি বিতর্কও! শেষ ১৯ মাসে ১৮টা টুর্নামেন্ট জিতে বিশ্বের এক নম্বর ডাবলস প্লেয়ার সানিয়ার ডব্লিউটিএ খেতাবের সংখ্যা ৪০ ছুঁয়ে ফেলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০৩:৪৮
Share:

সানিয়া মির্জা মানেই যেন ইদানীং ট্রফির পাশাপাশি বিতর্কও!

Advertisement

শেষ ১৯ মাসে ১৮টা টুর্নামেন্ট জিতে বিশ্বের এক নম্বর ডাবলস প্লেয়ার সানিয়ার ডব্লিউটিএ খেতাবের সংখ্যা ৪০ ছুঁয়ে ফেলেছে। সঙ্গে ডাবলস-মিক্সড ডাবলস মিলিয়ে হাফ ডজন গ্র্যান্ড স্ল্যাম খেতাব। চলতি সপ্তাহেই হায়দরাবাদি টেনিস তারকার টানা ৮০ সপ্তাহ ডাবলসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা পূর্ণ হয়েছে। কিন্তু তার পরেই সানিয়ার টুইটের প্রতিক্রিয়ায় প্রাক্তন তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের টুইট ঘিরে দু’জনের মধ্যে ঠোকাঠুকি লেগে যায়!

গত মাসে লিয়েন্ডার পেজের সঙ্গে এ ভাবেই টুইট-যুদ্ধ বেঁধেছিল সানিয়ার। তিনি লিয়েন্ডারকে ঘুরিয়ে বিষাক্ত বলায় পেজের পাল্টা মন্তব্য ছিল, তাঁর কীর্তি ছুঁতে তিন বার জন্মাতে হবে উত্তরসূরিদের! এ বারের ঘটনা আবার এ রকম; সানিয়া গত কাল টুইট করেন, ‘আমি আজ টানা ৮০ সপ্তাহ বিশ্বের এক নম্বর প্লেয়ার। এই অসাধারণ যাত্রা আমাকে আরও কঠিন পরিশ্রম করতে অনুপ্রেরণা দিচ্ছে।’ অনেকেই সানিয়ার এই কীর্তির জন্য তাঁকে টুইটারে অভিনন্দন জানান। যাঁদের মধ্যে ছিলেন অধুনা নামী ক্রিকেট ভাষ্যকার মঞ্জরেকরও। কিন্তু এ দিন সকালে তাঁর সেই টুইটার পোস্টিংয়ে সানিয়ার উদ্দেশ্যে একটা ছোট খোঁচাও ছিল। মঞ্জরেকরের টুইট, ‘নম্বর ওয়ান ডাবলস প্লেয়ার বোঝাতে চেয়েছো তো? অভিনন্দন!’

Advertisement

তাতেই চটে ওঠেন সানিয়া। পাল্টা টুইট করেন, ‘যেহেতু আমি আর সিঙ্গলস খেলি না, সে কারণে সাধারণ বুদ্ধিতে কি সেটাই বোঝাচ্ছে না? আমারই ভুল। সাধারণত সাধারণ বুদ্ধি এখন খুব বেশি দেখা যায় না বলেই তো মনে হচ্ছে!’

মঞ্জরেকরও কম যান না। তিনি এর জবাবে টুইটারে লেখেন, ‘আমার মতো সাধারণ বুদ্ধি কম থাকা লোকের জন্য তুমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে গিয়েছো। ঠিক আছে, এর পর থেকে অফ স্টাম্পের বাইরের সব বল ছেড়ে দেব!’

এখন দেখার, সানিয়া-সঞ্জয় ঠোকাঠুকির এখানেই শেষ কি না? নাকি সানিয়া অফ স্টাম্পের বল ছাড়বেন না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন