বিরাট কোহলি (বাঁ দিকে) ও দীনেশ কার্তিক। —ফাইল চিত্র।
বাকি আর ছ’দিন। ১৬ ডিসেম্বর সৌদি আরবে হবে আইপিএলের নিলাম। ফাঁক ভরাট করতে নামবে দলগুলি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ১০ দল। কেমন হয় সেই প্রস্তুতি? নিলামের আগের ১০ দিন কেমন থাকে? জানালেন বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর দীনেশ কার্তিক।
গত বার আইপিএল জিতেছে বেঙ্গালুরু। ফলে এ বারের নিলামে তাদের দিকে নজর থাকবে সকলের। তার আগে দলের একটি ভিডিয়োতে নিলামের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন কার্তিক। তিনি বলেন, “নিলামের আগের ১০ দিন আমাদের মধ্যে কী আলোচনা হয়, কেমন ভাবে পরিকল্পনা করি, সবটা দেখাতে গেলে ১০ পর্বের একটা সিরিজ় হয়ে যাবে।”
কার্তিক জানিয়েছেন, নিলামের আগের ১০ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। সেই সময়ই ঠিক হয়ে যায়, কাদের জন্য ঝাঁপাতে হবে। এই অভিজ্ঞতা তাঁর আগে কখনও হয়নি। কার্তিক বলেন, “নিলামের আগের ১০ দিনে সবচেয়ে বেশি পরিশ্রম হয়। এই অভিজ্ঞতা আমার আগে কোনও দিন হয়নি। দীর্ঘ দিন ক্রিকেট খেলেছি। কিন্তু খেলার বাইরে ঠান্ডা ঘরে বসে দল তৈরি করার যে কাজ, তার অভিজ্ঞতা পুরো আলাদা। অনেক প্রস্তুতি নিতে হয়।”
নিলামের আগে প্রতিটি দলের কোচ ও সাপোর্ট স্টাফদের যে পরিশ্রম করতে হয় তা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু সেই প্রস্তুতিই সাফল্য এনে দেয়। কার্তিক বলেন, “দিনে ১২ ঘণ্টা, ১৪ ঘণ্টা কাজ করতে হয়। শরীর ক্লান্ত হয়ে যায়। কিন্তু সেই পরিশ্রমের প্রতিটা সেকেন্ড আমি উপভোগ করেছি। আশা করছি, নিলামে ভাল করব।”
ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে কোন কোন দিকে নজর রাখে দলগুলি। কার্তিকের মতে, শুধু একটি বিষয় নয়, অনেকগুলি বিষয়ের দিকে নজর রাখতে হয়। তিনি বলেন, “যারা নিলামে নামবে তাদের প্রত্যেকের তথ্য আমাদের কাছে থাকে। তাদের কার কী দক্ষতা সেটা নিয়ে আলোচনা হয়। আমাদের দলে কাদের প্রয়োজন সেটা বেছে নেওয়া হয়। কিন্তু নিলামে কেউ কাউকে ছাড়ে না। তাই কোন ক্রিকেটারকে নেওয়ার চেষ্টা করব, তার জন্য কতটা খরচ করা যায়, সেই সব পরিকল্পনা তৈরি রাখতে হয়।”
১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে বেঙ্গালুরুর টেবিলে দেখা যাবে কার্তিককে। থাকবেন বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। সে দিনই পরিষ্কার হয়ে যাবে, এ বার দল গোছানোর জন্য কী পরিকল্পনা করেছেন কার্তিকেরা।