Sports News

ভারতীয় টি২০ দলে সর্বকনিষ্ঠ ওয়াশিংটন

এই ফর্ম্যাটে তিনিই সর্বকনিষ্ঠ। এই মুহূর্তে ওয়াশিংটন সুন্দরের বয়স ১৮ বছর ৮০ দিন। এর আগে এই রেকর্ড ছিল দিল্লির ঋশভ পন্থের দখলে। এই বছরের ফেব্রুয়ারিতেই এই রেকর্ড করেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ২১:৫১
Share:

সর্বকনিষ্ঠ হিসেবে ভারতীয় টি২০ দলে অভিষেক হয়ে গেল ওয়াশিংটন সুন্দরের। ছবি: পিটিআই।

অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরের অভিষেক হয়ে গেল ভারতীয় টি২০ দলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে প্রথম এগারোয় জায়গা করে নিলেন ওয়াশিংটন সুন্দর। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক হয়ে গেল সব থেকে কম বয়সের ভারতীয় টি২০ ক্রিকেটারের।

Advertisement

এই ফর্ম্যাটে তিনিই সর্বকনিষ্ঠ। এই মুহূর্তে ওয়াশিংটন সুন্দরের বয়স ১৮ বছর ৮০ দিন। এর আগে এই রেকর্ড ছিল দিল্লির ঋশভ পন্থের দখলে। এই বছরের ফেব্রুয়ারিতেই এই রেকর্ড করেছিলেন তিনি। অভিষেকেই সুন্দর ৪ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। তার মধ্যে রয়েছে ১১টি ডট বল। তাঁর অভিষেক উইকেট কুশল পেরেরা। তাঁর তৃতীয় ওভারে তিনি এই উইকেট নেন। পেরেরা মাত্র ৪ রান করেন।

পন্থের অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১৯ বছর ১২০দিন বয়সে। তাঁর পরে রয়েছে ইশান্ত শর্মা (১৯ বছর ১৫২ দিন), সুরেশ রায়না (২০ বছর ৪ দিন) ও রবীন্দ্র জাডেজা (২০ বছর ৬৬ দিন)।

Advertisement

আরও পড়ুন

হারলেই নতুন রেকর্ডে শ্রীলঙ্কা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন