আক্রম মন্ত্রে আত্মবিশ্বাসী পাকিস্তান

মেলবোর্নে প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে ৩০৯ রান করে পাকিস্তান। জবাবে ২৬০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস যা দেখে বেশ খুশি হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৩:২৫
Share:

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের সঙ্গে আক্রম। ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর পর পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন কিংবদন্তি বাঁ-হাতি পেসার ওয়াসিম আক্রম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে আক্রমের মন্ত্রে আপ্লুত পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

Advertisement

মেলবোর্নে প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে ৩০৯ রান করে পাকিস্তান। জবাবে ২৬০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস যা দেখে বেশ খুশি হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

বিশ্বকাপ খেলতে যাওয়ার পরে ফেসবুক লাইভে অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন প্রতিভাবান ভবিষ্যতের কথাও বলেছেন আক্রম। দলের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদির মধ্যে নিজের তারুণ্যের খোঁজও পেয়েছেন আক্রম। তিনি বলেছেন, ‘‘গত বারের কথা ভুলে গিয়ে এ বছর নতুন করে শুরু করতে হবে। শাহিনকে দেখে বেশ ভাল লাগল। বল সুইং করানোর ক্ষমতা রয়েছে ওর। নিউজিল্যান্ডের আবহাওয়ার সুযোগ পেতে গেলে ব্যটসম্যানের পায়ের কাছে বল ফেলতে হবে। তখনই দেখবে পিচ তোমাকে সাহায্য করছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন