Cricket

কোটলায় কুম্বলের শিকার হতে চাইনি, ঐতিহাসিক টেস্টের কথা ফাঁস করলেন আক্রম

১৯৫৬ সালে জিম লেকার এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালে কুম্বলে তাঁকে ছোঁন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০২০ ১৬:২০
Share:

ফিরোজ শাহ কোটলায় কুম্বলের শিকার হন আক্রম। —ফাইল চিত্র।

ফিরোজ শাহ কোটলায় অনিল কুম্বলে ইতিহাস তৈরি করেছিলেন। এক ইনিংসে একাই পাকিস্তানের ১০টি উইকেট তুলে নিয়েছিলেন।

Advertisement

১৯৯৯ সালের সেই ম্যাচের প্রসঙ্গে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম জানিয়েছেন, তিনি কিছুতেই কুম্বলের শিকার হতে চাননি। শেষ পর্যন্ত অবশ্য ভারতের তারকা লেগ স্পিনারের বলেই আউট হতে হয় আক্রমকে।

দিল্লি টেস্টের আগে চেন্নাইয়ে পাকিস্তান ১২ রানে জিতেছিল। ফিরোজ শাহ কোটলায় কুম্বলে জয় এনে দেন ভারতকে।

Advertisement

আরও পড়ুন: চার হাজার দুঃস্থের পাশে দাঁড়ালেন সচিন​

৪২০ রান তাড়া করছিল পাকিস্তান। বিনা উইকেটেই পাকিস্তান ১০০ রান অতিক্রম করে ফেলে। শাহিদ আফ্রিদিকে ফিরিয়ে কুম্বলে ইতিহাস গড়ার দিকে এগোন। কুম্বলের বল বুঝতে না পেরে একের পর এক পাক ব্যাটসম্যান এলবিডব্লিউ হন।

কুম্বলের আগুন ঝরানো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আক্রম বলছেন, ‘‘আমি কিছুতেই কুম্বলের দশম শিকার হতে চাইনি। সেই কারণে ওয়াকার ইউনিসকে বলছিলাম, তুমি কুম্বলেকে খেলো। আমি ওর বলে আউট হতে চাই না।’’

আরও পড়ুন: স্মিথ নয়, কোহালিকেই সেরা বেছে নিলেন অজি কিংবদন্তি​

অধিনায়ক হিসেবে আক্রম খুবই ইতিবাচক ছিলেন। ওয়াকার ইউনিসকে পরামর্শ দিয়ে বলছিলেন, ‘‘তুমি তোমার স্বাভাবিক খেলা খেলো। শ্রীনাথকে আক্রমণ করার চেষ্টা করো।’’ যে আক্রম ভারতের তারকা লেগ স্পিনারকে উইকেট দিতে চাইছিলেন না, সেই তিনিই কুম্বলের বলে আউট হয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement