ডব্লিউবিটিটিএ প্রিমিয়ার লিগ ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব এবং নৈহাটি ইয়ুথ অ্যাসোসিয়েশন। নাকতলা শক্তি সংঘে নির্বাসন কাটিয়ে ফেরা বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় নামবেন নৈহাটি ইউথের হয়ে। বেলঘরিয়া এসির বড় ভরসা সৌম্যদীপ ঘোষ, অনির্বাণ ঘোষরা।