রবীন্দ্র সরোবরে আমাদের পয়েন্ট প্রাপ্য ছিল

আইএসএলের চার নম্বর ম্যাচে আমরা প্রথম পয়েন্ট পেয়েছি। তাও মাত্র এক পয়েন্ট। আটলেটিকো দে কলকাতার বিরুদ্ধে ম্যাচটা খুবই কঠিন ছিল। স্বভাবতই ওই এক পয়েন্টও আমাদের কাছে যথেষ্ট। তবে কলকাতার বিরুদ্ধেও আমরা সেই আগে গোল খেয়ে বসেছিলাম।

Advertisement

লুসিও

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০৩:১৪
Share:

লুসিও।

আইএসএলের চার নম্বর ম্যাচে আমরা প্রথম পয়েন্ট পেয়েছি। তাও মাত্র এক পয়েন্ট। আটলেটিকো দে কলকাতার বিরুদ্ধে ম্যাচটা খুবই কঠিন ছিল। স্বভাবতই ওই এক পয়েন্টও আমাদের কাছে যথেষ্ট। তবে কলকাতার বিরুদ্ধেও আমরা সেই আগে গোল খেয়ে বসেছিলাম। ওদের দ্যুতি গোলটা অসাধারণ করে। পরে আমরা জোফ্রের পেনাল্টিতে সমতায় ফিরেছিলাম। ওই পেনাল্টির হাত ধরেই তো আমরা অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পেয়েছি। সত্যি কথা বলতে পয়েন্টটা আমাদের প্রাপ্য ছিল।

Advertisement

আটলেটিকোর পরের ম্যাচটাই আমাদের খেলতে হল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। মুম্বইও শক্তিশালী প্রতিপক্ষ। আর ওদের বিরুদ্ধে আমরা শুরুতেই গোল পেয়ে যাই। যেটা এত দিন পাচ্ছিলাম না। বারবার আমরা শুরুতে গোল খেয়ে যাচ্ছিলাম। আসলে কোচ জিকো যে স্ট্র্যাটেজিতে আমাদের খেলাতে চাইছেন, সে ভাবে যদি খেলতে পারি, তবে গোয়ার ভাল ফলই হবে। আমরা কিন্তু খারাপ খেলছি না। মাঠে নেমে নিজেদের সেরাটাই দিচ্ছি। প্রতিটা মুহূর্তে লড়াই করছি। বল ধরে খেলার চেষ্টা করছে আমাদের ফুটবলাররা। ছোট ছোট পাস খেলে আক্রমণে উঠছি। গোলের অনেক সুযোগও তৈরি হচ্ছে। তবে সেই সুযোগগুলো ঠিক মতো কাজে লাগাতে হবে। বলটাকে ঠিক করে গোলের ভেতর রাখতে হবে।

এই মুহূর্তে প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মুম্বইতেও আমরা ভাল খেলেছি। পরপর দু’টো অ্যাওয়ে ম্যাচে আমাদের যা পারফরম্যান্স, তা দলের নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। এর পর ঘরের মাঠ ফতোরদা স্টেডিয়ামে ম্যাচ রয়েছে আমাদের। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। এই মুহূর্তে জেতার খিদেটা আমাদের মারাত্মক বেশি। আর আমরা যদি আরও একটা ম্যাচ জিততে পারি, তা হলে শেষ চারে ওঠার লড়াইয়ে ঢুকে পড়ব। এখন যা পরিস্থিতি তাতে আইএসএলের এক-একটা ম্যাচ হওয়ার পর লিগ টেবলে দ্রুত অদলবদল হচ্ছে। এবং সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিমগুলোর মধ্যে পয়েন্টের ব্যবধানও খুব একটা বেশি নয়।

Advertisement

(গেমপ্ল্যান)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন