বাইশ গজে তাঁরা সেরা। কেউ ব্যাটে, কেউ বলে। চায়ের কাপে চুমুক দিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে তাঁদের পারফরম্যান্স নিয়ে। কিন্তু চায়ের টেবলে ক্রিকেট ছাড়াও কখনও কখনও ক্রিকেটারদের লাভ স্টোরি, বিয়ের মতো মুখরোচক গসিপও বাদ যায় না। এ প্রজন্মের ক্রিকেটারদের থেকে নয়ের দশকের সচিন-সৌরভের বিয়ে নিয়ে আজও মসগুল হন ক্রিকেট প্রেমীরা। তেমনই কিছু প্রেম আর বিয়ের কথা নিয়ে এই গ্যালারি।