Saraswati Puja 2026

ধূপের মণ্ডপ থেকে পুতুল প্রতিমায় জমছে পুজো

মণ্ডপে পাঠশালা থেকে শুরু করে স্কুল, কম্পিউটার আধুনিক শিক্ষা ব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে।

কেদারনাথ ভট্টাচার্য

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৯:৫০
Share:

ডেলে তৈরি হচ্ছে রাজস্থানের মহল। কালনায়। নিজস্ব চিত্র ।

মণ্ডপ তৈরি, বাজতে শুরু করেছে সাউন্ড বক্স। রাস্তার দু’পাশ সেজেছে বাহারি আলোয়। আজ, বৃহস্পতিবার থেকেই সরস্বতী পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে কালনায়। এ বার শহরে ৭৭টি পুজো অনুমতি মিয়েছে। তার বাইরেও রয়েছে অজস্র পুজো। পুলিশের দাবি, ভিড় নিয়ন্ত্রণে ও যানজট রুখতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভাগীরথীতেও চলবে নজরদারি। এ বার প্রায় ২০টি ক্লাব শোভাযাত্রাতেও যোগ দেবে বলে জানা গিয়েছে।

শহর জুড়ে নানা থিমের মণ্ডপ, প্রতিমা হয়েছে। নটরাজ ক্লাবের থিম জ্ঞানবৃক্ষ। মণ্ডপে পাঠশালা থেকে শুরু করে স্কুল, কম্পিউটার আধুনিক শিক্ষা ব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে। শিশুদের উপরে অতিরিক্ত বইয়ের বোঝা না চাপানোর অনুরোধও করা হয়েছে। অধিকারীপাড়া যুবক সমিতির পুজোর এ বার ১০২ বছর। রাজস্থানী ধাঁচে শিসমহল বানানো হয়েছে। ক্লাব সদস্য সৌরভ মুখোপাধ্যায় জানান, মণ্ডপে এলে দর্শকরা মায়াজালে জড়িয়ে যাবেন। কয়েকটি ক্লাব ‘এআই কিউট’ নামে একটি প্রতিমা রাখছে নিজেদের মণ্ডপে। প্রতিমা শিল্পীদের দাবি, এই প্রতিমা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। কালনার ছোটদেউরি মোড়ে নিজের কারখানায় বসে মৃৎশিল্পী গৌতম মণ্ডল জানান, কৃত্রিম মেধার মাধ্যমে বয়স্ক মানুষকে তরুণ করে দেওয়া যায়। এই বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রতিমা গড়া হচ্ছে। ১২ থেকে ১৫ হাজার টাকা দরে ফুট আটেকের এমনই একটি প্রতিমা ঠাঁই পাচ্ছে ভারতী সঙ্ঘে।

শহর ঘেঁষা হাটকালনা পঞ্চায়েতের রংপাড়ার হ্যাপি ক্লাব ১৭ হাজার ধূপ দিয়ে তৈরি করছে প্রতিমা। শিল্পী তপন সরকার জানান, নানা রঙের ধূপ, আঠা দিয়ে প্রায় দুমাসের চেষ্টায় প্রতিমাটি তৈরি হয়েছে। তালবোনা সপ্তর্ষি সঙ্ঘ তৈরি করছে স্বামী নারায়ণ মন্দির। মণ্ডপটির উচ্চতা ১২০ ফুট, চওড়া ৮৫ ফুট। উদ্যোক্তাদের তরফে পবিত্র দেবনাথ জানান, মণ্ডপের ভিতরে থাকবে নানা মডেল। সরস্বতী পুজোর কেন্দ্রীয় কমিটি সভাপতি তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘বেশ কিছু মণ্ডপ থিম, প্রতিমায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন