দশম জাতীয় চকবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় হল পশ্চিমবঙ্গ। ছেলেদের দল মহারাষ্টকে ৪২-৩৯ পয়েন্টে হারায় রাজস্থানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে। তবে ছেলেরা তৃতীয় হলেও, মেয়েরা অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারলেন না। পশ্চিমবঙ্গের মেয়েদের টিম ফাইনালে সেই মহারাষ্টের কাছেই হেরে ট্রফি হাতছাড়া করলেন।