শেষ মূহুর্তে বিতর্কিত পেনাল্টি, ড্র গানার্সদের

রবিবারের ম্যাচে ১-১ ড্র করল আর্সেনাল। রবিবার অ্যালেক্সি স্যাঞ্চেজের ফ্রি কিক জেমস ম্যাকক্লিনের শরীর ছুঁয়ে জালে জড়িয়ে যাওয়ার পরে সবাই ধরে নিয়েছিল নববর্ষের মেজাজ আরও মধুর হয়ে উঠবে গানার্সদেরি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৪:০১
Share:

আর্সেন ওয়েঙ্গারের রেকর্ড ৮১১ নম্বর প্রিমিয়ার লিগ ম্যাচের পার্টি নষ্ট হল।

Advertisement

রবিবার নাটকীয় ম্যাচে ১-১ ড্র করল আর্সেনাল। রবিবার অ্যালেক্সি স্যাঞ্চেজের ফ্রি কিক জেমস ম্যাকক্লিনের শরীর ছুঁয়ে জালে জড়িয়ে যাওয়ার পরে সবাই ধরে নিয়েছিল নববর্ষের মেজাজ আরও মধুর হয়ে উঠবে গানার্সদেরি। ঠক তখনই বিতর্কিত পেনাল্টি পায় ওয়েস্ট ব্রম। ক্যালাম চেম্বার্স হ্যান্ডবল করায় পেনাল্টি পেয়েছিল ওয়েস্ট ব্রম। পেনাল্টি থেকে সুযোগের সদ্ব্যাবহার করতে ভুল করেননি স্ট্রাইকার জে রদ্রিগেজ।

এ দিকে, নতুন বছরের শুরুতেই চাপে জোসে মোরিনহো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জর্জরিত চোট সমস্যায়। রোমেলু লুকাকু চোটের জন্য দু’ম্যাচ মাঠের বাইরে চলে গিয়েছেন। মোরিনহো এর মধ্যে জানিয়ে দিয়েছেন জ্লাটান ইব্রাহিমোভিচকে হাঁটুর চোটের জন্য মাস খানেক দলে পাওয়া যাবে না। মাইকেল ক্যারিক, মারুয়ানে ফেলাইনি এবং এরিক বেইলি এখনও সাইড লাইনে। প্রশ্ন রয়েছে ক্রিস স্মলিং এবং আন্তোনিও ভ্যালেন্সিয়া এবং মাতেও দামিয়েনের ফিটনেস নিয়েও। এই অবস্থায় ওয়েন রুনির এভার্টনের বিরুদ্ধে সোমবার অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ নামছে ম্যান ইউনাইটেড। রেড ডেভিলসকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে লুকাকুর চোট। পল পোগবা ম্যান ইউনাইটেডের সরকারি ওয়েবসাইটে বলেছেন, ‘‘রোমেলু থাকলে বিপক্ষের ডিফেন্ডারদের জন্য প্রচুর সমস্যা তৈরি করতে পারে মাঠে। প্রচুর জায়গাও তৈরি করে ও। রোমেলুর অভাবটা তাই আমাদের মনে হবেই। তবে, আমাদের দলের ক্ষমতা রয়েছে ওর অভাব পূরণ করার।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমরা আবার ড্র করেছি। এই নিয়ে তিনটে ড্র করলাম আমরা। এ বার জিততে হবে।’’

Advertisement

এভার্টনের ম্যানেজার স্যাম অ্যালারডাইস ডিফেন্সে জোর দিয়েছেন। দলকে তুলে এনেছেন অবনমনের আওতার বাইরে। তবে প্রাক্তন ক্রিস্টাল প্যালেস ম্যানেজার বলে দিয়েছেন, কাজ এখনও শেষ হয়নি। ম্যান ইউনাইটেডের চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, ‘‘ফুটবলাররাই দুরন্ত পারফরম্যান্স ইতিবাচক জায়গায় নিয়ে এসেছে দলকে।’’ চোট সমস্যা ভোগাতে পারে এভার্টনকেও। জেমস ম্যাকার্থি এবং ইয়ান্নিক বোলাসিয়র খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে রুনির লক্ষ্য পুরনো দলের বিরুদ্ধে গোল করেই উপেক্ষার জবাব দেওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement