Virat Kohli

ফ্রেন্ডশিপ ডে-তে কার সঙ্গে দেখা হল কোহালির?

দারুণ ছন্দে ভারতীয় দল। সে পুল পার্টি হোক বা খলির সঙ্গে সেলফি দারুণ মেজাজে গোটা দল। যা বার বার টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১৮:১১
Share:

খলির সঙ্গে বিরাট কোহালি নিজের ছবি পোস্ট করলেন। ছবি: বিরাট কোহালির টুইটার।

ভারতীয় দলের হোটেলে হঠাৎ দেখা। কলম্বোর মাঠ থেকে সিরিজ ২-০ করে সবে ফিরেছেন বিরাট কোহালিরা। রেস্টুরেন্টে একটু পেট পূজো করবে বলেই গিয়েছিল পুরো দল। আর তখনই একটা ভারী হাত এসে পড়ল ভারত অধিনায়কের কাঁধে। ফিরে মুখ দেখতে বেশ বেগ পেতে হল বিরাটের। দেখেই চমকে গেলেন, এ যে গ্রেট খলি।

Advertisement

আরও পড়ুন

সিরিজ জিতে ‘পুল পার্টি’ বিরাটদের, দেখুন ভিডিও

Advertisement

শ্রীসন্থের নির্বাসন তুলে নিতে নির্দেশ হাইকোর্টের

এর পরই খলির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিরাট লেখেন, ‘‘গ্রেট খলির সঙ্গে দেখা হয়ে দারুণ লাগল। অসাধারণ মানুষ।’’ ডব্লুজব্লুই-র কুস্তিগীর পঞ্জাবের খলিকে পেয়ে জমে গেল ভারতীয় দলের সিরিজ জয়ের সেলিব্রেশন। বিরাটের এই পোস্টের জবাবে কেউ বিরাটকে লিখলেন, ‘খলির সামনে কোহালিকে বাচ্চা মনে হচ্ছিল।’ কেউ লিখলেন, ‘ওকে বিশাল লাগছিল।’ আবার কেউ লিখলেন, ‘উচ্চতায় কতটা পার্থক্য। খলি বিরাটাকার কিন্তু মাটির কাছের মানুষ।’ কেউ তো মজা করে লিখলেন, ‘ভারতীয় দলে ওই উচ্চতার একজন দ্রুত গতির বোলার চাই।’ কারও মন্তব্য, ‘খলিকেও ব্যাটিং শিখিয়ে দাও।’

দারুণ ছন্দে ভারতীয় দল। সে পুল পার্টি হোক বা খলির সঙ্গে সেলফি দারুণ মেজাজে গোটা দল। যা বার বার টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন বিরাট কোহালির টুইট

দেখুন বিরাট কোহালির টুইট ! 💪🤼

দেখুন বিরাট কোহালির টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement