ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। কে থাকলেন, কেই বা চলে গেলেন বাদের তালিকায়। চোটের জন্য বাদ গেলেন রোহিত শর্মা। চোট সারিয়ে যেমন দলে ফিরতে পারলেন না শিখর ধবন, লোকেশ রাহুলের মতো নিয়মিত ওপেনাররা। কে এলেন তাঁদের জায়গায়। দলের নতুন মুখই বা কে। জেনে নিন এই গ্যালারিতে।
আরও খবর
গম্ভীর-ইশান্ত দলে, চোটের জন্য বাইরে রোহিত, নতুন মুখ হার্দিক