Ajinkya Rahane

দিওয়ালিতে কে উপহার পাঠালেন রাহানেকে?

এমন উপহার আগে কখনও পাননি। তাই উচ্ছ্বাসে সেই উপহারের ছবিই টুইট করে বসলেন অজিঙ্ক রাহানে। সুদূর বায়ার্ন মিউনিখ থেকে উড়ে এল সেই উপহার। যাতে লেখা বায়ার্ন মিউনিখ ২৭ অজিঙ্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ১৮:৫৩
Share:

অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

এমন উপহার আগে কখনও পাননি। তাই উচ্ছ্বাসে সেই উপহারের ছবিই টুইট করে বসলেন অজিঙ্ক রাহানে। সুদূর বায়ার্ন মিউনিখ থেকে উড়ে এল সেই উপহার। যাতে লেখা বায়ার্ন মিউনিখ ২৭ অজিঙ্ক। লাল রঙের সেই জার্সি পেয়ে উচ্ছ্বসিত হওয়ারও যথেষ্টই কারণ রয়েছে। তিনি আর কেউ নন, তিনি বায়ার্ন তথা নেদারল্যান্ডসের তারকা প্লেয়ার আর্জেন রবেন। সেই জার্সি হাতে ছবি তুলে রাহানে লেখেন, ‘‘শুভ দিওয়ালি। ধন্যবাদ বায়ার্ন মিউনিখ বিশেষ এই উপহারের জন্য।’’

Advertisement

অজিঙ্ক রাহানের টুইট

যদিও পাল্টা উপহার পাঠাতে ভোলেননি অজিঙ্ক রাহানেও। তিনি আবার তাঁর ভারতীয় দলের জার্সিই পাঠিয়ে দিলেন রবেনকে। ফুলহাতা সেই জার্সির পিঠে লেখা অজিঙ্ক ২৭। সেই জার্সি হাতে নিয়ে ছবি তুলে বায়ার্ন মিউনিখের পেজেই টুইট করলেন তারকা এই ফুটবলার। লিখলেন, ‘‘আমরা খুশি তোমার দিওয়ালি উপহার পেয়ে। খুব পছন্দ হয়েছে।’’

Advertisement

আর্জেন রবেনের টুইট

আরও খবর

কাজে লাগল না মেসির গোল, সিটির কাছে হার বার্সার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement