Anil Kumble confused over team selection

ইংল্যান্ডের বিরুদ্ধে দল নির্বাচন নিয়ে চিন্তায় কুম্বলে

রাজকোটে আগামী ৯ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে দল নির্বাচন নিয়ে রীতিমতো সমস্যায় কোচ অনিল কুম্বলে। পঞ্চম বোলার হার্দিক পাণ্ড্য না ষষ্ঠ ব্যাটসম্যান করুণ নায়ার। কে জায়গা করে নেবেন দলে? এখ এটাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ কুম্বরে সামনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ২০:৩৭
Share:

ভারত কোচ অনিল কুম্বলে। ছবি: পিটিআই।

রাজকোটে আগামী ৯ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে দল নির্বাচন নিয়ে রীতিমতো সমস্যায় কোচ অনিল কুম্বলে। পঞ্চম বোলার হার্দিক পাণ্ড্য না ষষ্ঠ ব্যাটসম্যান করুণ নায়ার। কে জায়গা করে নেবেন দলে? এখ এটাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ কুম্বরে সামনে। যদিও কুম্বলের তালিকায় এগিয়ে হার্দিকই। তাঁকে সুযোগ দিতে চান কোচ। অল-রাউন্ডার হার্দিক পঞ্চম বোলারের কাজটিও করে দিতে পারেন। হার্দিক সম্পর্কে কুম্বলে বলেন, ‘‘হার্দিক খুব প্রতিভাবান প্লেয়ার। যখন ও প্রথম আইপিএল খেলতে এসেছিল তখনই বোঝা গিয়েছিল। যদিও সেটা টি২০ ছিল কিন্তু ওর মধ্যের প্রতিভাটা সবাই দেখেছে। ধর্মশালায় ওর তিন উইকেট বা দিল্লিতে গুরত্বপূর্ণ সময়ে ৩০-এর বেশি রান দেখেই ওকে টেস্ট দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’’

Advertisement

শুধু হার্দিক নন, পঞ্চম বোলারের গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন দলের হেড কোচ। এবং সেটাও হার্দিকের সমর্থনেই। বলেন, ‘‘আমরা পঞ্চম বোলারের গুরুত্বটা বুঝি। কেউ যদি ১৪০এ বল করতে পারে আর লোয়ার অর্ডার ব্যাটিংয়েও ও বিকল্প হতে পারে। হার্দিক কী ভাবে উন্নতি করছে সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। ও যখন সুযোগ পাবে তখন ওর সেরাটা দেওয়ার জন্য ওকে স্বাধীনতা দেওয়া উচিত। প্রতিভাবান প্লেয়ারদের সমর্থন করতে হবে। কিন্তু দলে এই মুহূর্তে একজন অল-রাউন্ডার চাই।’’

শুধু হার্দিক নন করুণ নায়ার নিয়েও সমান আশাবাদী কুম্বলে। ষষ্ঠ ব্যাটসম্যান নিতে হলে তিনিই প্রথম পছন্দ। কুম্বলে বলেন, ‘‘ডোমেস্টিক ক্রিকেটে করুণ খুব ভাল করেছে। অনেক রান করেছে। ধারাবাহিকতা বজায় রেখেছে। ইন্ডিয়া এর হয়ে অস্ট্রেলিয়ায় রান না পাওয়ায় ওকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আমরা ওর ধারাবাহিকতাটা দেখেছি। এ কারণেই ওকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়েছিল। রোহিতের অবর্তমানে করুণের সামনে সুযোগ চলে এল।’’

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট সিরিজেই হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। যদিও পিছন ফিরে তাকাতে নারাজ কুম্বলে। তাঁর কাছে এটা নতুন ম্যাচ নতুন সিরিজ। দলে অনেক নতুন মুখও রয়েছে। সকলেই এই সিরিজ নিয়ে আশাবাদী। রাজকোটের নতুন স্টেডিয়ামে জয় দিয়েই শুরু করতে চাইছে ভারত। আত্মবিশ্বাসী কুম্বলে অ্যান্ড ব্রিগেড।

আরও খবর

আশা-আতঙ্কের চাদরে ঢেকে কুকদের ইংল্যান্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন