আউট দেখানোর পরও কেন হেসে উঠলেন ধোনি?

মাঠে অপ্রতিরোধ্য মহেন্দ্র সিংহ ধোনি। বীর বিক্রমে তিনি মাঠে নেমে ব্যাট চালালেন। আকাশের দিকে চলে গেল বল। গ্যালারি জুড়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। আকাশের বুক ছুয়ে বল মাটির দিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ১৯:০৬
Share:

মাঠে অপ্রতিরোধ্য মহেন্দ্র সিংহ ধোনি। বীর বিক্রমে তিনি মাঠে নেমে ব্যাট চালালেন। আকাশের দিকে চলে গেল বল। গ্যালারি জুড়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। আকাশের বুক ছুয়ে বল মাটির দিকে। যাহ্‌! বল এক্কেবারে বিপক্ষ শিবিরের প্লেয়ারের হাতের তালুতে। আম্পায়ার আকাশের দিকে সটান এক আঙুল তুলে দিলেন। গ্যালারি জুড়ে চরম হতাশা। মুহূর্তে শুকিয়ে গেল ‘ক্যাপ্টেন কুল’-এর মুখটা। মাটির দিকে তাকিয়ে ব্যাট ঠুকতে ঠুকতে একটা গভীর হতাশা মেশানো নিঃশ্বাস ছাড়লেন মাহি। আউট হলে এমনটাই অভিব্যক্তি দেন ধোনি।

Advertisement

আরও পড়ুন: জন্মদিনে বিরাটের থেকে ‘বিরাট’ উপহার পেলেন অনুষ্কা

কিন্তু এ দিন এ কী হল? আঙুল উঁচিয়ে ধোনিকে আউট দেখালেন একজন। এরপরেও একগাল হেসে তাঁকে জড়িয়ে ধরলেন মাহি। জানেন কে সে? কে ধোনিকে আউট বলেছিল? সে আর কেউ নয়, সে হল ধোনির কন্যা ‘জিভা’। বাবার সঙ্গে প্লেনে যেতে যেতে হঠাৎই মাহিকে আউট দেখায় ছোট্ট জিভা। হেসে গড়িয়ে পড়লেন ক্রিকেটার বাবা।

Advertisement


মেয়ের সঙ্গে ধোনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement