ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে কেন জিততেই হবে ভারতকে?

একটা হার। আর তা-ই আমূল বদলে দিয়েছে হিসাবটা। বিশ্বকাপ শুরুর আগে মহেন্দ্র সিংহ ধোনির ভারত ছিল টুর্নামেন্ট জেতার হট ফেভারিট। কিন্তু নাগপুরে ৪৭ রানে কিউয়িদের কাছে বিধ্বস্ত হয়ে তাঁদের উপরেই এখন বাজি ধরার লোক কমেছে ব্যাপক হারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১৪:৫৯
Share:

একটা হার। আর তা-ই আমূল বদলে দিয়েছে হিসাবটা।

Advertisement

বিশ্বকাপ শুরুর আগে মহেন্দ্র সিংহ ধোনির ভারত ছিল টুর্নামেন্ট জেতার হট ফেভারিট। কিন্তু নাগপুরে ৪৭ রানে কিউয়িদের কাছে বিধ্বস্ত হয়ে তাঁদের উপরেই এখন বাজি ধরার লোক কমেছে ব্যাপক হারে। ন’দিন আগে যে দল এশিয়া কাপ জিতে শহরে এসেছিল, এক ম্যাচ হারতেই সেই আত্মবিশ্বাসটাই যেন উধাও হয়ে গিয়েছে রোহিত-ধবনদের মধ্যে থেকে।

বুকিদের বিচারে যদিও এখনও সামান্য এগিয়ে রয়েছে ভারতই। তবে নিউজিল্যান্ড ম্যাচে হারের পরে একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এর পরে প্রায় একই জায়গায় রয়েছে এক সঙ্গে তিন দল— ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং টুর্নামেন্টের ডার্ক হর্স নিউজিল্যান্ড। পরিস্থিতি যা, ইডেনে পরের ম্যাচে পাকিস্তানকে না হারালে টুর্নামেন্ট থেকেই হয়ত ছিটকে যাবেন ধোনিরা। শনিবারের সেই ম্যাচে অবশ্য এখনও পর্যন্ত বুকিদের বিচারে অনেকটাই এগিয়ে ভারত। তবে বাংলাদেশকে হারিয়ে টগবগে আফ্রিদিরা যে দু’সপ্তাহ আগের দল নয়, তা বোধহয় ভালই বুধতে পারছেন ধোনিরা।

Advertisement

আরও পড়ুন:
থমথমে ধোনিদের শিবিরে এখন বেঁচে থাকার চ্যালেঞ্জ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement