Novak Djokovic

Wimbledon 2022: উইম্বলডন জিতেও বিরাট ক্ষতি হয়ে গেল নোভাক জোকোভিচের

রবিবার নিক কিরিয়সকে হারিয়ে উইম্বলডন জিতেছেন নোভাক জোকোভিচ। তার পরের দিনই সার্বিয়ার খেলোয়াড় পেলেন দুঃসংবাদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৭:১১
Share:

ক্ষতি হল জোকোভিচের ছবি রয়টার্স

উইম্বলডন জিতেও বড় ক্ষতি হয়ে গেল নোভাক জোকোভিচের। এটিপি র‌্যাঙ্কিংয়ে এক ধাক্কায় চার ধাপ নীচে নেমে গেলেন তিনি। এ বারের উইম্বলডনে র‌্যাঙ্কিং পয়েন্ট না থাকাতেই এমন হয়েছে। যাঁকে ফাইনালে হারিয়েছেন, সেই নিক কিরিয়সেরও র‌্যাঙ্কিংয়ে অনেকটাই পতন হয়েছে।

Advertisement

রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নির্বাসিত করার প্রতিবাদে পুরুষদের টেনিস সংগঠন এটিপি এবং মেয়েদের টেনিস সংস্থা ডব্লিউটিএ-র তরফে জানানো হয়, উইম্বলডন জিতলে কোনও র‌্যাঙ্কিং পয়েন্ট দেওয়া হবে না। উল্টে র‌্যাঙ্কিং পয়েন্ট হারাতে পারেন খেলোয়াড়রা। সেটাই হয়েছে। উইম্বলডন জেতার আগে তিনে ছিলেন জোকোভিচ। এখন তিনি নেমে গিয়েছে সাতে। কিরিয়স পাঁচ ধাপ নেমে রয়েছেন ৪৫-এ।

শীর্ষ স্থানে রয়েছেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। দ্বিতীয় স্থানে আলেকজান্ডার জেরেভ। উইম্বলডনের সেমিফাইনাল থেকে নাম তুলে রাফায়েল নাদাল রয়েছেন তৃতীয় স্থানে। চার, পাঁচ এবং ছয়ে রয়েছেন যথাক্রমে স্টেফানোস চিচিপাস, ক্যাসপার রুড এবং কার্লোস আলকারাজ। গত বারের উইম্বলডন ফাইনালিস্ট মাতেয়ো বেরেত্তিনি চার ধাপ নেমে ১৫ নম্বরে রয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন