Sport News

আজ মাঠে বিশ্বচ্যাম্পিয়নরা, নয়্যার নিয়ে স্বস্তি

ওয়াকিম লো একা নন। সাংবাদিক সম্মেলনে তিনি নিয়ে এসেছিলেন তাঁর নির্ভরযোগ্য মিডফিল্ডার জুলিয়ান ডাক্সলারকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ০৫:১৬
Share:

মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচে মানুয়েল নয়্যারই গোলরক্ষা করবেন কি? ছবি: রয়টার্স।

মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বসেরাদের কাপ অভিযান শুরুর চব্বিশ ঘণ্টা আগেও জার্মানির কোচ ওয়াকিম লো বলতে পারলেন না, তাঁর প্রথম এগারো কী হবে। ‘‘দলের সব ফুটবলার সুস্থ। মেসুত ওজিল এই সপ্তাহে দু’বার বাড়তি অনুশীলন করেছে। আজ রাতে চূড়ান্ত দল নিয়ে সিদ্ধান্ত নেব। আসলে এখনও কয়েকটা জায়গা নিয়ে ভাবছি,’’ সাংবাদিক বৈঠকে
বললেন লো।

Advertisement

মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচে মানুয়েল নয়্যারই গোলরক্ষা করবেন কি না জানতে চাওয়া হলে লো-র জবাব, ‘‘নয়্যারকে নিয়ে আমি খুশি। দু’টো ম্যাচ খেলে অনেকটাই ও আত্মবিশ্বাসী। গোলপোস্টের নীচে ওর কথাই ভাবছি।’’

ওয়াকিম লো একা নন। সাংবাদিক সম্মেলনে তিনি নিয়ে এসেছিলেন তাঁর নির্ভরযোগ্য মিডফিল্ডার জুলিয়ান ডাক্সলারকেও। প্যারিস সাঁ জারমাঁ-র এই ফুটবলার বললেন, ‘‘শেষ বিশ্বকাপ দলের অনেক ফুটবলার এ বার নেই। অনেকে অবসর নিয়েছে।। কেউ কেউ সুযোগ পায়নি। কিন্তু অনেকে না থাকলেও, রাশিয়ায় আমরা বেশ কয়েক জন নতুন সম্ভাবনাময়কে নিয়ে এসেছি। সঙ্গে আছে গত বারের বিশ্বজয়ী দলের অনেকেও। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। কোনও দলাদলি-ভাগাভাগি নেই।’’ গত বছর কনফেডারেশনস কাপে রাশিয়ায় এই মেক্সিকোকেই ৪-১ হারিয়েছিল জার্মানি। ডাক্সলার কিন্তু মনে করেন না যে সেই জয়ের নিরিখে রবিবারও তাদের ফেভারিট বলা যাবে। তাঁর মন্তব্য, ‘‘বিশ্বকাপের সঙ্গে কনফেডারেশনস কাপের কোনও তুলনাই হতে পারে না। তাই সে বার আমাদের ৪-১ গোলে জেতা নিয়ে বেশি ভাবার কিছু নেই। হতে পারে সে বারের মেক্সিকো দলে অনেক দুর্বলতা ছিল। কিন্তু বিশ্বকাপেও তা থাকবে তার কোনও মানে নেই।’’

Advertisement

প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো যে রীতিমতো আক্রমণাত্মক তা আগেই বলেছিলেন, জার্মান দলের আর এক তারকা জেহোম বোয়াটেং। তাঁর কথায়, ‘‘মেক্সিকো আক্রমণে ঝড় তুলতে অভ্যস্ত। আমাদের বিরুদ্ধেও নিশ্চয়ই সেটাই করবে। এটা মাথায় রেখেই তৈরি থাকব। কিন্তু আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজেদের আসল খেলাটা খেলা।’’ বলা হচ্ছে, এ বারের জার্মান দলের মতো এতটা ঝামেলায় অতীতে কোনও দল ছিল না। লেরয় সানে, মারিও গোতজেকে বাদ দিয়ে সমালোচিত হয়েছেন ওয়াকিম লো। মেসুত ওজিল, ইলখাই গুন্ডোয়ান তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। যার রেশ এখনও চলছে। ওজিলরা যেখানেই খেলছেন সেখানেই তাঁদের বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে। বিরক্ত লো কাতর আবেদন করেছেন জার্মান সমর্থকদের কাছে। বলেছেন, ‘‘অন্তত বিশ্বকাপের সময় যেন ওজিলদের শান্তিতে খেলতে দেওয়া হয়।’’

জার্মানির রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টোনি খোস অবশ্য এ সবকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর পরিষ্কার কথা, ‘‘ফুটবল খেলতে এসেছি। সেটাই খেলব।’’ আর বোয়াটেংয়ের কথা, ‘‘আমাদের দরকার আগুন। এই দুটো থাকলেই প্রতিটি ইঞ্চির জন্য আমরা লড়ে যাব। ’’

জার্মানির মতোই এ বার অনায়াসে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মেক্সিকো। এই নিয়ে টানা সাত বার তারা বিশ্বকাপে খেলবে। দলের সব চেয়ে বড় তারকা রাফায়েল মারকুয়েজ এই বিশ্বকাপের পরেই অবসর নেবেন। জার্মানির লোথার ম্যাথুজের মতো তিনিও এই নিয়ে পাঁচটি বিশ্বকাপে খেলবেন। এ দিকে বিশ্বকাপ শুরুর আগে মেক্সিকোর নয় জন ফুটবলার বিতর্কে জড়ান বিদায়ী পার্টিতে যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে। অবশ্য মেক্সিকোর জাতীয় ফুটবল সংস্থার কর্তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। উল্টে তাঁদের আশা, এ বারের দলটা খুব খারাপ খেলবে না।

আজ বিশ্বকাপে

কোস্তা রিকা বনাম সার্বিয়া (বিকেল ৫.৩০),

জার্মানি বনাম মেক্সিকো (রাত ৮.৩০)।

সরাসরি, সোনি টেন টু, সোনি টেন থ্রি চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন