স্পেনের কথায় চোখে জল লোপেতেগির

স্প্যানিশ ফুটবল সংস্থার কর্তাদের একহাত নিয়েছেন পেরেসও। তিনি বলেছেন, ‘‘লোপেতেগিকে স্পেনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনও যৌক্তিকতাই নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ০৫:১৭
Share:

 দায়িত্ব: রিয়াল কোচ হিসেবে আত্মপ্রকাশের দিনে লোপেতেগি। ছবি: এএফপি

বিশ্বকাপ শুরুর আগেই তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ায় স্পেনের জাতীয় কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। সেই বিতর্কিত য়ুলেন লোপেতেগির হাতে বৃহস্পতিবার সরকারি ভাবে রিয়ালের দায়িত্ব তুলে দেওয়া হল। যে দায়িত্ব নেওয়ার সময় কখনও তাঁকে আবেগপ্রবণ দেখিয়েছে। কখনও বা মাথা উঁচু করে বলেছেন, ‘‘আমি গর্বিত।’’ বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদের হয়ে আত্মপ্রকাশ ঘটে লোপেতেগির। তাঁর সঙ্গে ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। লোপেতেগি বলেন, ‘‘গত কাল আমার জীবনের সব চেয়ে দুঃখের দিন ছিল। আমার মা মারা যাওয়ার পরে এ রকম দুঃখের দিন আমার জীবনে আসেনি।’’ বলতে বলতে প্রায় কেঁদে ফেলেন স্পেনের অপসারিত কোচ। এর পরেই নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ‘‘কিন্তু আজ আমার জীবনের সব চেয়ে খুশির দিন। রিয়ালের কোচ হতে পেরে আমি গর্বিত।’’

Advertisement

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, রিয়াল বিবৃতি জারি করার মাত্র পাঁচ মিনিট আগে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ব্যাপারটা জানিয়েছিলেন। যা মেনে নিতে পারেননি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্তারা। কিন্তু লোপেতেগি বলছেন, ‘‘আমরা পুরোপুরি সৎ এবং স্বচ্ছ থেকেছিলাম। কখনও কিছু গোপন করতে চাইনি।’’

স্প্যানিশ ফুটবল সংস্থার কর্তাদের একহাত নিয়েছেন পেরেসও। তিনি বলেছেন, ‘‘লোপেতেগিকে স্পেনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনও যৌক্তিকতাই নেই। বিশ্বে কোথাও এই ভাবে কোচকে বরখাস্ত করা হয় না।’’ তাঁর সাফ কথা, ‘‘অহেতুক জেদ এবং গর্বের ফলে এই রকম ঘটনা ঘটল। বিশ্ব ফুটবলে এই ভাবে কোচ নিয়ে হঠকারী সিদ্ধান্ত এর আগে কোনও দিন নেওয়া হয়নি।’’

Advertisement

লোপেতেগির বিরুদ্ধে আরও যে অভিযোগ উঠেছিল, তা হল, তিনি রিয়ালের দায়িত্ব নেওয়া মানে স্পেন শিবির দু’ভাবে বিভক্ত হয়ে যাওয়া। এক দিকে, রিয়ালের ফুটবলাররা। অন্য দিকে, স্পেনের বাকি ক্লাবের প্রতিনিধিরা। যদিও স্পেনের অধিনায়র সের্খিয়ো র‌্যামোস বলেছেন, ‘‘আমাদের দলে কোনও বিভাজন নেই। হতে পারে আমাদের ব্যক্তিগত চিন্তাধারা এক এক জনের এক রকম। কিন্তু দল হিসেবে যখন মাঠে নামি, তখন লক্ষ্য একটাই থাকে। ম্যাচ জিতে মাঠ ছাড়া।’’

স্পেনের প্রচারমাধ্যম অবশ্য বলছে, র‌্যামোসদের বিশ্বকাপ অভিযানে এটা একটা বড় ধাক্কা। অনেক প্রাক্তন ফুটবলারও অবাক হয়েছেন লোপেতেগির এ রকম নাটকীয় অপসারণে। রিয়ালের দায়িত্ব নিয়েই লোপেতেগি কিন্তু বলে দিয়েছেন, তিনি দলে রাখতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন