Mohun Bagan

৩ বিষয়: শনিবার আইএসএল ফাইনালে যেগুলি পার্থক্য গড়ে দিতে পারে

প্রায় আট মাসের ফুটবল প্রতিযোগিতা অবশেষে শেষ হতে চলেছে। মোহনবাগান এবং মুম্বই সিটির মধ্যে হতে চলেছে আইএসএল ফাইনাল। কোন তিনটি জিনিস সেই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২৪ ১৬:৫৮
Share:

মোহনবাগান-মুম্বই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: আইএসএল

প্রায় আট মাসের ফুটবল প্রতিযোগিতা অবশেষে শেষ হতে চলেছে। মোহনবাগান এবং মুম্বই সিটির মধ্যে হতে চলেছে আইএসএল ফাইনাল। দু’টি দলই দ্বিতীয় আইএসএল ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে।

Advertisement

গত কয়েক মাসে দু’দলেই অনেক বদল হয়েছে। জুয়ান ফেরান্দোর বদলে মোহনবাগানে যেমন কোচ হয়েছেন আন্তোনিয়ো হাবাস। তেমনই ডেস বাকিংহামকে সরিয়ে মুম্বইয়ের কোচ হয়েছে পিটার ক্রাতকি।

গত বার মুম্বই লিগ-শিল্ড পেলেও মোহনবাগান ট্রফি জিতেছিল। এ বার মোহনবাগান লিগ-শিল্ড জেতার ফলে তাদের সামনে ‘ডাবল’ করার সুযোগ।

Advertisement

সেই ম্যাচে কোন তিনটি বিষয় পার্থক্য গড়ে দিতে পারে, তা খুঁজে দেখল আনন্দবাজার অনলাইন।

১) লালিয়ানজুয়ালা ছাংতের দৌড়

ছাংতে এ বার সবচেয়ে আলোচিত ভারতীয় ফুটবলার। একার হাতে ক্লাবকে ম্যাচ জেতাচ্ছেন। ছ’গজ বক্সে তিনিই সেরা হয়ে উঠেছেন। চেন্নাইয়িনে থাকাকালীন যে কাজ করতে পারতেন না। প্রান্ত ধরে তাঁর দৌড় সমস্যায় ফেলেছে প্রত্যেক দলকে। ফাইনালেও সেই কাজ করে গোল করতে পারলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন তিনি।

২) মোহনবাগানের আক্রমণ ভাগ

আর্মান্দো সাদিকু নির্বাসিত হলেও মোহনবাগানের আক্রমণ ভাগে ফুটবলারের অভাব নেই। দিমিত্রি পেত্রাতোস বা জেসন কামিংস নিজের দিনে ম্যাচ জেতাতে পারেন। তাঁরা না পারলে রয়েছে মনবীর সিংহ এবং লিস্টন কোলাসো। দরকারে গোল করতে পারেন জনি কাউকোও। মাঝমাঠে খেলা পরিচালনা করেন তিনি। পরের দিকে নেমে কিয়ান নাসিরির অবদানও ভুললে চলবে না।

৩) যুবভারতীর দর্শক

লিগ-শিল্ডের ম্যাচ এবং সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ৬০ হাজারেরও বেশি দর্শক যুবভারতীতে এসেছিলেন। ফাইনালে সংখ্যাটা আরও বেশি হতে পারে। গমগমে স্টেডিয়ামের মাঝে খেলা যে কোনও দলের পক্ষেই কঠিন। মুম্বই ইতিমধ্যেই এক বার তা প্রত্যক্ষ করেছে। শনিবার তাদের সামনে দর্শকদের চাপ জয় করার চ্যালেঞ্জ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন