রেকর্ড নয়, মেসির নজরে শুধু বিশ্বকাপ

ক্লাব ফুটবলে তিনি যা সাফল্য পেয়েছেন, জাতীয় দলের জার্সিতে তার কিছুই প্রায় আসেনি। যা নিয়ে মেসি বলেছেন, ‘‘জাতীয় দলের হয়ে এক-একটা গোল করে বিশাল তৃপ্তি পেয়েছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ০৪:৩৩
Share:

মেজাজে: নামছেন শনিবার। ফুরফুরে মেসি। ফাইল চিত্র

তাঁর নামের পাশে একের পর এক রেকর্ড জুড়ে গিয়েছে। কিন্তু লিয়োনেল মেসির নজর রেকর্ডে নয়, ট্রফিতে। বিশ্বকাপের উদ্বোধনের দিনে আর্জেন্টিনার ‘লা ন্যাসিয়ন’ সংবাদপত্রে মেসি বলেছেন, ‘‘রেকর্ডের ব্যাপারটা আমি তাদের ওপরেই ছাড়তে চাই, যারা পরিসংখ্যান খুব ভালবাসে। রেকর্ড নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি চাই ট্রফি জিততে।’’

Advertisement

শনিবার আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। তার আগে মেসি বলেছেন, ‘‘আমি জানি, (গ্যাব্রিয়েল) বাতিস্তুতার গোলের রেকর্ড ভেঙেছি। একটা ঐতিহাসিক কৃতিত্ব। কিন্তু রেকর্ড আমার মাথায় ঘোরে না।’’

মেসি জানাচ্ছেন, জীবন তাঁকে যা দিয়েছে, তাতে তিনি খুশি। ‘‘জীবন থেকে যা পেয়েছি, তা নিয়ে আমার কোনও অভিযোগ নেই। আমি ফুটবলার হতে চেয়েছিলাম, হয়েছি। মেসি হওয়ার অনুভূতি কী রকম, আমি জানি না। কারণ, আমি একই রকম আছি। তবে যখন কেউ যখন আমাকে দেখে সম্মান জানায়, ভালবাসা দেখায়, তখন খুব ভাল লাগে,’’ বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

Advertisement

ক্লাব ফুটবলে তিনি যা সাফল্য পেয়েছেন, জাতীয় দলের জার্সিতে তার কিছুই প্রায় আসেনি। যা নিয়ে মেসি বলেছেন, ‘‘জাতীয় দলের হয়ে এক-একটা গোল করে বিশাল তৃপ্তি পেয়েছি। তবে সেটা ব্যক্তিগত সাফল্যের জন্য নয়। আমার গোল দলের কাজে লাগছে, এটাই আমাকে খুশি করে। কারণ ফুটবলে জয়ের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’’

অধরা বিশ্বকাপ পেতে মেসি কতটা মরিয়া, তা পরিষ্কার হয়ে যায় তাঁর কথায়। যখন বলেন, ‘‘সব রেকর্ডের বদলে যদি বিশ্বকাপটা পাওয়া যেত। আমি জানি, একটা বিশ্বকাপ আমার দেশের মানুষকে কতটা খুশি করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন