decrease in Price

অক্টোবরের চেয়ে সামান্য বাড়লেও অব্যাহত খাদ্যপণ্যে মূল্যহ্রাস

অক্টোবরের ডাল, আনাজের মতো খাদ্যপণ্যের পাইকারি দাম কমেছিল ৮.৩১%। গত মাসে ৪.১৬%।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

অক্টোবরের তুলনায় একটু বেড়েছে। তার পরেও নভেম্বরে দেশের পাইকারি বাজারে বহাল থাকল মূল্য-হ্রাস। অর্থাৎ দামকমল জিনিসপত্রের। এ নিয়ে টানা দু’মাস। সোমবার সরকারি পরিসংখ্যানবলছে, গত মাসে পাইকারি বাজারে দাম কমার হার ০.৩২%। অক্টোবরে ছিল ১.২১%। যদিও আগের বছরের নভেম্বরে ২.১৬% মূল্যবৃদ্ধির নিরিখে এ বারের হিসাব স্বস্তির বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। গত মাসে খুচরো মূল্যবৃদ্ধির হারও ০.২৫% থেকে যৎসামান্য বেড়ে ০.৭১% হয়েছে।

অক্টোবরের ডাল, আনাজের মতো খাদ্যপণ্যের পাইকারি দাম কমেছিল ৮.৩১%। গত মাসে ৪.১৬%। গত বছরের নিরিখে দাম কমেছে খনিজ তেল, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের। তৈরি পণ্যের মূল্যবৃদ্ধি নেমেছে ১.৩৩ শতাংশে।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, পাইকারি দরের প্রভাব খুচরো বাজারে পড়তে সময় লাগে। ফলে মানুষ এখনই সুরাহা পাবেন বলা যাচ্ছে না। একাংশের মতে, সম্প্রতি ভারতে জিডিপি, মূল্যবৃদ্ধির মতো পরিসংখ্যানের তথ্য ও হিসাবের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএফ। ফলে নিশ্চিন্তি ঘিরেও আছে সংশয়ের আঁচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন