World Cup 2019

সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন এই চার ভারতীয়

বেজে উঠেছে বিশ্বকাপের দামামা, আর মাত্র কয়েকটা দিন। তার পরই ক্রিকেটের রণাঙ্গনে শুরু হয়ে যাবে লড়াই। কোন দল কেমন খেলবে, তা আগে থেকে আন্দাজ করা মুশকিল

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০১৯ ০৮:৩২
Share:
০১ ১০

বেজে উঠেছে বিশ্বকাপের দামামা, আর মাত্র কয়েকটা দিন। তার পরই ক্রিকেটের রণাঙ্গনে শুরু হয়ে যাবে লড়াই। কোন দল কেমন খেলবে, তা আগে থেকে আন্দাজ করা মুশকিল, তবে প্রতিটি দলেই এমন কয়েকজন তারকা রয়েছেন, যিনি দলের জন্য চলতি বছরের বিশ্বকাপে শেষবারের মতো প্রাণ উজাড় করে দেবেন।

০২ ১০

এগিয়ে আসছে বিশ্বকাপ। কে জিতবে এ বারের বিশ্বকাপ, তা নিয়ে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন। শেষ বারের মতো কারা নামতে পারেন ভারতীয় দলের জার্সি গায়ে?

Advertisement
০৩ ১০

ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দলে রাখা হয়েছে দীনেশ কার্তিককে। মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দিলে দীনেশই ভরসা। ঋষভ পন্থ যে হেতু দলে নেই, তাই দীনেশের অভিজ্ঞতার উপরে ভরসা করেছে দল।

০৪ ১০

৩৩ বছরের কার্তিককে ২০২৩ বিশ্বকাপে দেখা যাবে না, বলেই মনে করা হচ্ছে। একদিনের ক্রিকেটে কার্তিকের পারফরম্যান্সে অনেক টানাপড়েন এসেছে। তবে ইংল্যান্ডের মাটিতে তিনি ঝলসে উঠতে পারেন বলেই মনে করা হচ্ছে।

০৫ ১০

ভারতীয় দলের ওপেনারের মধ্যে প্রথমেই যাঁর নাম উঠে আসছে, তিনি শিখর ধওয়ন। ধওয়নের ঝোড়ো ইনিংসের অপেক্ষায় রয়েছেন আপামর ক্রিকেটপ্রেমীরা।

০৬ ১০

৩৩ বছরের এই ব্যাটসম্যান সাদা বলের রাজা এমনটাও বলেন অনেকে। তবে বয়সের কথা ভেবেই মনে করা হচ্ছে, বোধ হয় এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। ইংল্যান্ডের ফ্ল্যাট পিচে ধওয়নের হাত ধরে বিশ্বকাপের পথে ভারত এগিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

০৭ ১০

ভারতীয় দল তাঁর হাত ধরে বিশ্বকাপ খেলেছে, তাই দলে থাকা কার্যত নিশ্চিতই ছিল মহেন্দ্র সিংহ ধোনির। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবেও তিনি যথেষ্ট সফল। নিজের পারফরম্যান্সও চমৎকার। সোজা কথা, বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়েছেন মাহি।

০৮ ১০

সারা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে তিনি এই মুহূর্তে সবচেয়ে ফিট, এটা বললে ভুল হবে না। তবে ৪০-এর দিকে এগোচ্ছেন মাহি, তাই ২০১৯ সালের বিশ্বকাপটাই ধোনির শেষ বিশ্বকাপ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

০৯ ১০

ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান পুরোদস্তুর ফিট, জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ফলে ২২ মে সতীর্থদের সঙ্গেই ইংল্যান্ড যাওয়ার বিমানে উঠছেন এই স্পিনার অলরাউন্ডার।

১০ ১০

আইপিএল চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন কেদার। বিশ্বকাপের কথা মাথায় রেখে চেন্নাই সুপার কিংস কেদারকে বিশ্রাম দিয়েছিল। তবে বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তিনি। তবে বয়সের কারণেই ২০২৩ বিশ্বকাপে কেদার খেলতে পারবেন না বলেই মনে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement