চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন ঋদ্ধিমান

চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন বাংলার তারকা ঋদ্ধিমান সাহা। আর এক বঙ্গ তারকা মহম্মদ শামি অবশ্য টিমে নেই। পায়ের চোটে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো টেস্টে খেলেননি শামি। এ দিন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টের দল ঘোষণা হয়।

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৫
Share:

মঙ্গলবার ইডেনে ঋদ্ধি। ছবি: শঙ্কর নাগ দাস

চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন বাংলার তারকা ঋদ্ধিমান সাহা। আর এক বঙ্গ তারকা মহম্মদ শামি অবশ্য টিমে নেই। পায়ের চোটে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো টেস্টে খেলেননি শামি। এ দিন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টের দল ঘোষণা হয়। অপ্রত্যাশিত ভাবে পরিবর্ত ওপেনার হিসেবে দলে ফিরেছেন অভিনব মুকুন্দ। যিনি প্রায় ছ’বছর জাতীয় দলের বাইরে ছিলেন। ৯-১৩ ফেব্রুয়ারি হায়দরাবাদে টেস্টটা খেলবে ভারত।

Advertisement

ষোলো জনের স্কোয়াড বাছাইয়ের বৈঠক ছ’ঘণ্টা পিছিয়ে গিয়ে নানা বিতর্ক হলেও দল নিয়ে কোনও প্রশ্ন এ দিন ওঠেনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দলে ফিরে ভাল খেলা পার্থিব পটেলের টিমে জায়গা হয়নি। প্রথম উইকেটকিপার হিসেবে ঋদ্ধিই নির্বাচকদের পছন্দ। তামিলনাড়ুর বাঁ-হাতি ব্যাটসম্যান অভিনব মুকুন্দ সদ্যসমাপ্ত রঞ্জি মরসুমে ধারাবাহিক রান করেছেন। ৮৪৯ রান করেছেন এ মরসুমে। তাঁর অতীত জাতীয় অভিজ্ঞতা বলতে ২০১১ সালে দুটো বিদেশ সফর। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডে।

ষোলো জনের স্কোয়াড: বিরাট কোহালি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, করুণ নায়ার, হার্দিক পাণ্ড্য, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, অভিনব মুকুন্দ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন