ATK Mohun Bagan

চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮ জনে ফিরছেন জাভি

অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট থেকে সদ্য সেরা ওঠায় চেন্নাইয়িনের বিরুদ্ধে শুরু থেকেই জাভিকে নামিয়ে দিতে নারাজ এটিকে-মোহনবাগানের স্পেনীয় কোচ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০৬:৪৬
Share:

প্রতীকী ছবি।

লক্ষ্য লিগের প্রথম পর্বের শেষে শীর্ষে থাকা। তা মাথায় রেখেই চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে আগামী মঙ্গলবার জাভি হার্নান্দেসকে দলে ফেরাতে চলেছেন এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। শনিবার বিকেলে সবুজ-মেরুন শিবিরের অনুশীলন থেকে এই আভাসই মিলছে।

Advertisement

অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট থেকে সদ্য সেরা ওঠায় চেন্নাইয়িনের বিরুদ্ধে শুরু থেকেই জাভিকে নামিয়ে দিতে নারাজ এটিকে-মোহনবাগানের স্পেনীয় কোচ। জাভিকে তিনি ১৮ জনের দলে রাখবেন। পরে পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে কিছু সময় খেলিয়ে দেখে নেওয়া হবে তাঁর ফিটনেস।

জাভি না থাকায় গত কয়েক ম্যাচে রয় কৃষ্ণদের খেলায় সৃষ্টিশীলতার অভাব লক্ষ্য করা যাচ্ছিল কখনও কখনও। যা স্বীকার করেছিলেন স্বয়ং হাবাসও। আইএসএল-কে নিজের হাতের তালুর মতো চেনা সবুজ-মেরুন শিবিরের বর্তমান কোচ জানেন, চেন্নাইয়িন ম্যাচের পরে লিগের আরও দুই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। সেই দুই দল হল নর্থ ইস্ট ইউনাইটেড এ্রফসি (৩ জানুয়ারি) এবং মুম্বই সিটি এফসি (১১ জানুয়ারি)। যে ম্যাচে জাভিকে দরকার হবে। তারই প্রথম ধাপ হিসেবে চেন্নাইয়িন ম্যাচে এই স্পেনীয় মিডফিল্ডারকে ১৮ জনের দলে রাখার পরিকল্পনা হাবাসের।

Advertisement

এই মুহূর্তে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছ এটিকে-মোহনবাগান। পর পর দুই ম্যাচে এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি-কে হারানোর পরে চেন্নাইয়িন ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসেরা।

আজ কেরল বনাম হায়দরাবাদ: ছয় ম্যাচের পরেও আইএসএলে এখনও জয়ের দেখা পায়নি গত বছর আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণে থাকা কেরল ব্লাস্টার্স। ১১ দলের লিগে নয় নম্বরে থাকা কেরলের দলটির পয়েন্ট তিন। এই অবস্থায় রবিবার হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হতে চলেছে কেরলের দল। ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে সাত নম্বরে।

সদ্য মাতৃহারা কেরল কোচ বলেছেন, ‍‘‍‘সব পরীক্ষাই কঠিন। গত ম্যাচে হায়দরাবাদ ভাল খেলেও মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছে। আশা করছি, আমরা ভাল খেলে জিতে ফিরতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন