Xavier Hernandez Creus

বার্সেলোনা সংসারে কোচ হয়ে ফিরতে চান জাভি

লা লিগা হাতছাড়া হওয়ায় বার্সায় ম্যানেজার কিকে সেতিয়েন রীতিমতো চাপে আছেন। বলাবলি হচ্ছে, সেতিয়েনের জায়গায় ম্যানেজার হতে পারেন মার্সেলো বিয়েলসা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০৩:৪৫
Share:

জাভি হার্নান্দেস

করোনায় সংক্রমিত হয়ে নিভৃতাসে থেকেও জাভি হার্নান্দেস স্বপ্ন দেখছেন বার্সেলোনার কোচ হওয়ার। সঙ্গে অন্য প্রত্যাশার কথাও শুনিয়েছেন বার্সার প্রাক্তন মিডফিল্ডার। সেটা কাতার বিশ্বকাপেও মেসিকে খেলতে দেখার প্রত্যাশা! বার্সার কোচ হওয়া প্রসঙ্গে স্পেনের সংবাদপত্রে জাভি বলেছেন, ‘‘মনের কথা লুকিয়ে রাখি না। সব সময় বলেছি, আমার প্রথম লক্ষ্য বার্সার কোচ হওয়া। ক্যাম্প ন্যু আমার ঘরবাড়ি।’’ লা লিগা হাতছাড়া হওয়ায় বার্সায় ম্যানেজার কিকে সেতিয়েন রীতিমতো চাপে আছেন। বলাবলি হচ্ছে, সেতিয়েনের জায়গায় ম্যানেজার হতে পারেন মার্সেলো বিয়েলসা। যাঁর কোচিংয়ে লিডস ইউনাইটেডের ইপিএলে উত্তরণ ঘটেছে। বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ কিন্তু সেতিয়েনের উপরই আস্থা রাখছেন। জাভিও বলেছেন, ‘‘চাই না, সেতিয়েনকে সরানো হোক।’’ আরও একটা ইচ্ছা আছে জাভির। তাঁর বর্তমান ঠিকানা কাতারে মেসিকে ২০২২ বিশ্বকাপ খেলতে দেখা। বলছেন, ‘‘লিয়ো চাইলে এখানে বিশ্বকাপ খেলবেই। এখনও দারুণ গতি ওর। শক্তিশালীও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement