Yasir Shah

দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের ইয়াসির শাহ

৩২ বছর বয়সী  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে দাঁড়িয়ে ছিলেন ১৯৫ উইকেটে। যা এসেছিল ৩২ টেস্টে। চলতি টেস্টে তিনি দ্রুততম বোলার হিসেবে পৌঁছে গেলেন ২০০ উইকেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৫
Share:

উচ্ছ্বসিত ইয়াসির শাহ। ছবি: এএফপি।

১৯৩৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেট। ৮২ বছর বয়সী সেই রেকর্ড বৃহস্পতিবার আবু ধাবিতে ভাঙলেন আর এক লেগস্পিনার। পাকিস্তানের ইয়াসির শাহ ৩৩ টেস্টে পৌঁছে গেলেন ২০০ উইকেটে।

Advertisement

৩২ বছর বয়সী নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে দাঁড়িয়ে ছিলেন ১৯৫ উইকেটে। যা এসেছিল ৩২ টেস্টে। চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭৫ রানে নেন তিন উইকেট। আর দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের সকালে নেন দুই উইকেট। একইসঙ্গে ভাঙলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের রেকর্ড।

কিউয়ি নৈশপ্রহরী উইল সমারভিলকে এলবিডব্লিউ করে দ্রুততম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটে পৌঁছন ইয়াসির। চলতি সিরিজে তিন টেস্টের ছয় ইনিংসে এখনও পর্যন্ত ২৭ উইকেট নিয়েছেন তিনি। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও উইকেট পেতে পারেন তিনি।

Advertisement

আরও পড়ুন: চাপের মুখে দুরন্ত শতরান পূজারার, দিনের শেষে ভারত ২৫০/৯

আরও পড়ুন: লিও মেসির একটাই স্কিল, একহাত নিয়ে বললেন পেলে

এখনও পর্যন্ত সিরিজে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন ইয়াসির। দশ উইকেট নিয়েছেন একবার। সেই টেস্টে ১৮৪ রানে নিয়েছিলেন ১৪ উইকেট। পাকিস্তানের ইতিহাসে টেস্টে যা দ্বিতীয় সেরা বোলিং। বিশ্বকাপজয়ী অধিনায়ক ও অধুনা প্রধানমন্ত্রী ইমরান খান ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৬ রানে ১৪ উইকেট নিয়েছিলেন। সেটাই টেস্টে পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স। ইয়াসির রয়েছেন তার ঠিক পিছনে, দুই নম্বরে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন