ইউনিসের রেকর্ড

পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে নেমে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি (১২৪ ন.আ) করলেন শোয়েব মালিক। তবে মাত্র দু’রানের জন্য সেঞ্চুরি মিস করলেন মহম্মদ হাফিজ (৯৮)। যদিও প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তান ২৮৬-৪ তুলে বড় ইনিংসের দিকে। পাশাপাশি এ দিন ৩৮ রান করে ইউনিস খান (৮৮৫২)। রেকর্ড করলেন। ভেঙে দিলেন জাভেদ মিয়াঁদাদের (৮৮৩২ রান) পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিকের রেকর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৪:২৩
Share:

পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে নেমে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি (১২৪ ন.আ) করলেন শোয়েব মালিক। তবে মাত্র দু’রানের জন্য সেঞ্চুরি মিস করলেন মহম্মদ হাফিজ (৯৮)। যদিও প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তান ২৮৬-৪ তুলে বড় ইনিংসের দিকে। পাশাপাশি এ দিন ৩৮ রান করে ইউনিস খান (৮৮৫২)। রেকর্ড করলেন। ভেঙে দিলেন জাভেদ মিয়াঁদাদের (৮৮৩২ রান) পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিকের রেকর্ড। মিয়াঁদাদের রেকর্ড প্রায় তিরিশ বছর অক্ষত ছিল।

Advertisement

এ দিকে করাচির বাড়িতে ঘুমিয়ে থাকায় পাক বোর্ডের ফোন ধরতে না পারায় এই ম্যাচে টেস্ট অভিষেক হতে পারল না তরুণ পাক বাঁ-হাতি স্পিনার জাফর গহরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement