Sports

‘বিরাটের চেয়ে অনেক এগিয়ে সচিন’

তুলনাটা চলছিল বেশ কয়েক মাস ধরেই। রেকর্ডের পর রেকর্ড করে সেই আগুনে যেন নিজেই ঘি ঢালছিলেন বিরাট কোহালি। তাঁর ব্যাটিং দাপটে কেউ তাঁকে সচিনের উত্তরসূরি বলতে শুরু করেছে তো কেউ আবার এখনই তাঁকে এগিয়ে রাখছেন মাস্টার ব্লাস্টারের চেয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ১১:৩৭
Share:

তুলনাটা চলছিল বেশ কয়েক মাস ধরেই। রেকর্ডের পর রেকর্ড করে সেই আগুনে যেন নিজেই ঘি ঢালছিলেন বিরাট কোহালি। তাঁর ব্যাটিং দাপটে কেউ তাঁকে সচিনের উত্তরসূরি বলতে শুরু করেছে তো কেউ আবার এখনই তাঁকে এগিয়ে রাখছেন মাস্টার ব্লাস্টারের চেয়ে। চলতি সেই বিতর্কে মুখ খুলে এ বার সরাসরি সচিনের পক্ষ নিলেন প্রাক্তন পাক তারকা ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ। বললেন, বিরাট নয়, অনেকটাই এগিয়ে রয়েছেন সচিন তেন্ডুলকর।

Advertisement

ইউসুফের মতে, “আমি বিরাটের কৃতিত্বকে একটুও খাটো করতে চাইছি না। ও অসামান্য প্রতিভাবান। কিন্তু সচিন সচিনই। ওঁর সঙ্গে কারও তুলনা হয় না। যে সব বোলার এবং যে সব দলের বিরুদ্ধে ও রান করেছে তা অবিশ্বাস্য।”

ইদানিং খেলার মান অনেকটাই নেমে গিয়েছে বলে মনে করেন ইউসুফ। তাঁর দাবি, “৯০-এর দশকে ক্রিকেট খেলাটা সত্যিই খুব কঠিন ছিল। কিন্তু ২০১১ বিশ্বকাপের পর সেই মানটা অনেকটাই নেমে গিয়েছে। সচিনের সঙ্গে আমি বহু বছর খেলেছি। সচিন যে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে রান করেছে, আমি নিশ্চিত কোহালি সেই পর্যায়ের বোলারদের মোকাবিলা করছে না।”

Advertisement

আরও পড়ুন: ‘যুবরাজ এখন আর টিমে কামব্যাককে জীবন-মৃত্যু মনে করে না’

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। পাকিস্তানের হয়ে ৯০ টেস্ট খেলা ইউসুফের মতে, “আমি আজ পর্যন্ত এত দুর্বল অস্ট্রেলিয়া দল দেখিনি। কিন্তু এদের বিরুদ্ধেও আমাদের হেরে আসতে হল। এতটাই খারাপ হয়েছে আমাদের ব্যাটিং।” তবে ব্যাটসম্যানদের দিকে আঙুল তুললেও দেশের বোলারদের প্রশংসাই করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন